পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-** বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক যন্ত্রে প্রযুক্ত হইবে )। অতএব অল্প ভোলটেজ বিশিষ্ট যন্ত্রটা এখন মোটরে পরিণত হইবে এবং শক্তি (বৈদ্যুতিক ) উৎপাদন না করিয়া গ্রহণ বা "কনজিউম" (Consume) করিতে থাকিবে—অধিক ভোলটেজ বিশিষ্ট হইতে । মোটরে পরিণত যন্ত্রটির ঘূর্ণন গতির দিক পরিবৰ্ত্তিত হয় না, কারণ ফিল্ড কারেন্টের দিক পরিবৰ্ত্তিত হয় না, কেবলমাত্র আমেচার কারেন্টের দিক পরিবর্তিত হয়— সুতরাং যন্ত্রট ডায়নামে অবস্থায় যে দিকে ঘোরে, মোটরে পরিণত হইলেও সেই দিকেই ঘুরিতে থাকে । অতএব যন্ত্ৰটী ডায়নামে ভাবে চলিতেছে, কি মোটর ভাবে চলিতেছে, তাহ ঘূর্ণন দিক হইতে ধরা মুকঠিণ । যন্ত্রটা মোটর ভাবে চলিবার সময় তদীয় চালক ইঞ্জিন ও অপরাপর অংশাবলী উহার অতিক্রমনীয় ভুরি হয় অর্থাৎ ইঞ্জিনকে অধিকতর গতিতে চালাইতে থাকে। উপরে বলা হইল প্যারালাল সংযোগের নিমিত্ত দুইট ডায়নামোর ভোলটেজ সমান হওয়া প্রয়োজন, নচেৎ একটি মোটরে পরিণত হয়। ভোলটেজের সমানত বলিতে এখানে বুঝিতে হইবে ডায়নামোর মধ্যে উৎপাদিত ভোলটেজ নহে, উছারা উভয়ে যেখানে (যথা বাসবার, Busbar) সংযুক্ত হয় তথায় যেন প্রত্যেকট দ্বারা প্রযুক্ত ভোল্টজ সমান হয়। নিয়ে উদাহরণ হইতে এ বিষয় স্পষ্ট জ্ঞানলাভ হইবে। ছইটা ডায়নামোর প্রত্যেকে আর্শ্বেচারের বাধা • ওম, একটির ই, এম, এফ, ৬•• ভোলট অপরটির ৬১• ভোলট, উহাদিগকে মোট ২• • • আম্প প্রবাহ দিতে হইবে, কোনটা কি পরিমাণ প্রবাহ দিবে ? ধরা যাউক, ৬•• ভোলট যন্ত্রট C আম্প প্রবাহ দিবে, তাহ হইলে ৬১• ভোল্ট যন্ত্রট ২• • • —C জাম্প প্রবাহ দিবে। অতএব ৬•• ভোলট যন্ত্রের আর্শ্বেচারে ৪ × C ভোল্ট ভোলটেজ পতন হইবে, এবং ৬১• ভোল্ট যন্ত্রের আর্শ্বেচারে ‘e ( ২••• —C) ভোল্ট ভোলটেজ পতন হইবে ।