পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক श्tऊ श्रीeब्र यांद्र,-इंशंt७ B- वTांक ३, ७भ, ७क, H - » अंIाभ अांब्रन अणग्न स्रांब्रtनब्र সহিত সংমিশ্রণে উৎপন্ন উত্তাপ পরিমাণ, j = তাপের মেকানিক্যাল ইকুইভ্যালেণ্ট ৰ৷ একক তাপ অনুযায়ী কাৰ্য্য পরিমাণ - ৪.২ × ১ - ৭ আগ, Z- C G.s.fবদ্যুচ্চ স্বক একক পরিমিত বিদ্যুৎ দ্বারা উৎপন্ন জায়ন পরিমাণ । o সেকেণ্ডারী সেলের প্রণালী ৪- উক্ত প্রণালী সেকেগুারী সেলে ব্যবহৃত হয়। সালফিউরিক এসিড মিশ্রিত জলে ( ওজনে ১ ভাগ এসিড ও ১ • ভাগ জল ) দুইটি সীসক পাতকে ইলেক্টোডরূপে ব্যবহৃত করিয়া প্রবাঙ্গ বস্থাহলে ইহাকে চার্জ করা বলে। + পাতে অক্সিজেন ও —পাতে চাইড্রোজেন নিঃস্থত হয় । ইষ্ঠাতে + পাতের গাত্ৰ ঘোর পাটগিলে রঙ্গের লেড পার অক্সাইড (PbO,)এ পরিণত হয় ও — পাতের হ্রাঙ্গড্রোজেন, বুদবুদ আকারে, ভাসিয়া উঠে, স্বতরাং - পাত অপরিবর্তিত অবস্থায় থাকে । এখন প্রবাহ বন্ধ করিয়া পাতদ্বয়কে তার দ্বার সংযুক্ত কঞ্জিলে তারের মধ্য দিয়া + পাত চক্টতে – পাতে অর্থাৎ তরল পদার্থের মধ্যে – পাত হইতে + পাতে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই সংযোজন ভোল্টমিটারের মধ্য দিয়া করিলে ইহাতে প্রায় ২ ভোলট দশিত হইবে । এই প্রবাহ কিয়ৎকাল বঙ্কিয়া ক্রমশঃ বন্ধ হইয়া যাক্টরে, ইহাকে ডিসচার্জ হওয়া বলে। এখন পাতদ্বয়কে পরীক্ষা করিলে দৃষ্ট হইবে + পাতে পারঅক্সাইড নাই, উভয় পাতেই লেড সালফেট (PbSO.) ও সামান্ত পরিমাণ ‘লিথাজ বা লেড মন-অক্সাইড (Pbo) ইয়াছে। ইলেক্টোলাইটের মধ্য দিয়া প্রবাহ দেওয়া বন্ধ করিলে রসায়নিক ক্রিয়া বিপরীত দিকে ঘটিবার চেষ্টা করে এবং পাতদ্বয় তার দ্বারা সংযুক্ত থাকায় + পাতের উপর হাইড্রোজেন ও — পাতের উপর অক্সিজেন গ্যাস নিঃস্থত হয় । হাইড্রোজেন + চার্জবিশিষ্ট ও অক্সিজেন-চার্জবিশিষ্ট বলিয়। উক্ত বিপরীত রাসায়নিক ক্রিয়ার সময় গ্রাইমারী সেলের মত প্রবাহ পাওয়া যায়। + পাতে হাইড্রোজেন পার-অক্সাইড (Pboa)কে রিডিউল করিয়া মন্‌-অক্সাইডে পরিণত করে ;–