পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ২৯ণ্ড পাতগুলির মধ্যে সর্ট-সাকিট না ঘটে তজন্ত তলদেশে খাড়া শির তোলা থাকে, চিত্র ৩৯০ । পাতগুলি ঐ শিরের উপর দণ্ডায়মান থাকে, এবং পাত হইতে খষিয়া যাওয়া পেষ্ট শিরের খাঞ্জের মধ্যে থাকে । ইহা ব্যতীত বাক্সে একটি ঢাকনা ও পাতগুলির সংযোজক টামিনাল প্রভৃতি প্রয়োজন হয়, চিত্র ৩৯৪-৪ • • দ্রষ্টব্য । আtলুহমুলেটার সংক্রাস্ত জ্ঞাতব্য বিষয় – আকুমুলেটার শুষ্ক স্থানে ইনস্থলেটারের উপর রাখিতে হয় । অধিক কেপাসিটী বিশিষ্ট হইলে গ্লাস-অয়েল ইনস্থলেটারের (চিত্র ৪০১ ) উপর রাখিতে হয় । চিত্র-—৪ • ১ নুতন ব্যাটারিতে এসিড দিবামাত্রই চার্জ করিতে হইবে, নচেং কঠিন লেড সালফেট প্রস্তুত হইয়া ব্যাটারির পারকতা ও আয়ু ক্ষয় করে। নিৰ্ম্মল এসিড ( আপেক্ষিক গুরুত্ব ১২ ) ব্যবহার করিতে হয়, তাহ যেন প্লেট ছাড়াইয়া ২ ইঞ্চি উপর পর্য্যস্ত থাকে। যে ডায়নামে হইতে ব্যাটারি চার্জ হইবে তাহা যেন সিরিজ ডায়নামে না হয় ; পৃথক উত্তেজিত বা সান্ট ডায়নামে ব্যবহার করিতে হয়, অথবা কপাউণ্ড চইলে সিরিজ রাজ্যকয়েলকে বাদ দিতে হয়। ‘eਚਿ সেলের l ༤།──། ངས་ཁ་ يختححتسخ চিত্ৰ—se২ জন্য ২৬-২৭৫ চার্জিং ভোল্ট প্রয়োজন হয়। চার্জ করিতে হইলে ডায়নামে বা লাইনের+তার ব্যাটারির+পোলের সহিত ও — তার, — পোলের সহিত সংযুক্ত করিতে হয়। ৪ •২চিত্রে চার্জিং পদ্ধতি দর্শিত হইল।