পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vos X বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক পদার্থের মধ্যে ছড়াইয়া পড়ে, তখন প্লেট সন্নিহিত এসিডের গাঢ়তা কমিয়া যায় ও ই, এম, এফ, ২ ভোলটে পরিণত হয়। সুতরাং ব্যাটারিকে চার্জ করা শেষ হইবার সঙ্গে সঙ্গেই যদি উহাকে ডিসচার্জ করাইতে থাকা যায়, তাহা হইলে ৪১১ চিত্রে দর্শিত-ভাবে উহার ই, এম, এফ, ২৪ ভোলট হইতে দ্রুত পতিত হইয়া ২ অপেক্ষ সামান্য অধিক ভোলটে পরিণত হয় ও তখন অনেক্ষণ পৰ্য্যন্ত ই, এম, এফ, সমভাব থাকিয়া ( এই ই, এম, এফ, কে মোটামুটি ২ ভোল্ট ধর যায় ) ২ ভোলট অপেক্ষ কিছু কম হইলে অপেক্ষাকৃত অধিক হারে কমিয়া ১৮ ভোলটে পরিণত হয়। এই অবস্থায় ব্যাটারিকে পুনরায় চার্জ করিতে হয়। আর যদি বাটারিকে চার্জ করিবার পর ঘণ্ট। কয়েক ফেলিয়া রাখা যায় ও তৎপরে উহাকে ব্যবহার করা যায়, তাছা হইলে ৪১২ চিত্রে দর্শিতভাবে, প্রথম হইতেই উহার ষ্ট, এম. এফ, ২ অপেক্ষা সামান্ত অধিক ভোলট ( মোটামুটি ২ ভোলট ) দৃষ্ট হয় এবং এই ই, এম, এফ, অনেকক্ষণ বজায় থাকে, অর্থাৎ অতি অল্প হারে কমিতে থাকে ; এবং ই, এম, এফ, ২ অপেক্ষা কিছু কম ভোলটে পরিণত হইলে-পূর্বের,স্তায় অপেক্ষাকৃত অধিক হারে কমিয়া ১৮ ভোটে পরিণত হয়—তখন ইহাকে পুনরায় চার্জ করা বিধেয় । ১৮ ভোলটের পরেও ব্যাটারিকে ব্যবহার করিড়ে যাইলে ই, এম, এফ, অতি দ্রুত হ্রাস হুইয়া শূন্যে পরিণত হয়। . eBBBBBBS BBe DD Du চার্জিজe—আজকাল দেখিতে পাওয়া যায় অধিকাংশ বড় বড় সহরে ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই না হইয়া অলটারনেটিং কারেণ্ট সাপ্লাই হইতেছে। অতএব এই সকল স্থানে সারারণ ভাবে ব্যাটারি চাজ করা সম্ভবপর নছে। এইরূপ স্থলে আমাদের একটি এলুমিনিয়াম রেক্টিফায়ার ব্যাটারির সহিত সিরিজে দিয়া কাৰ্য্য সাধন করা কর্তব্য। ঐ রেক্টি