পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“©« ፃ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ব্যাটারি চাজ্জিং কোম্পাণিগণ চাৰ্জ্জ করিবার নিমিত্ত ৰহুসংখ্যক ব্যাটারি পান। সুতরাং তাহারা উল্লিখিত প্রণালীমতে অর্থাৎ ব্যাটারির সহিত আলোক সংযুক্ত করিয়া বৃথা আলোকের মধ্যে শক্তি অপচয় করেন না, আলোকের পরিবর্তে ব্যাটারি ব্যবহার করিয়া সমস্ত শক্তি চার্জিং কার্য্যে নিযুক্ত করেন । ইহা উদাহরণ দ্বারা নিম্নে বর্ণিত হইল । ধরা যাউক লাইনের চাপ ২২০ ভোলট ও প্রতি সেলের আভ্যন্তরিক বাধা গড়ে ১ ওম ও চাৰ্জ্জিং কারেন্ট ৫ আম্প । মুতরাং ৫ আম্প প্রবাহ বহাইবার নিমিত্ত প্রতি সেলে ১ × ৫ = ৫ ভোল্ট প্রয়োজন। এতদ্ব্যতীত, প্রথমাবস্থায় সেলের ই, এম, এফ, ১৮ ভোলট, সুতরাং এই ই, এম, এফ, অতিক্রম করিবার নিমিত্ত ১৮ ভোলট চাপ প্রয়োজন হইবে । অতএব প্রথমাবস্থায় সেলের মধ্য দিয়া ৫ আম্প প্রবাহ বঙ্গাইতে হইলে সেল প্রতি ১৮+ ৫ = ২*৩ ভোল্ট চাপ প্রয়োজন হইবে। স্বতরাং ২২• ভোল্ট লাইনে aথমতঃ ২২• - ২৩ – প্রায় ৯৬ টী সেল একত্র সিরিজে সংযুক্ত করিয়া ব্যবহার করিতে হইবে । আপার, যেহেতু কিয়ং পরিমাণে চাজ জষ্টলে প্রতি সেলের ই, এম, এফ, ২ ভোল্ট হয়, এই অবস্থায় ৫ আপ প্রবাহ বহাইতেPহইলে সেল প্রতি ২+'g - ২৫ ভোলট প্রয়োজন হুইবে । স্বতরাং এই অবস্থায় উক্ত লাইনে ২২০ - ২৫=৮৮টা সেল সিরিজে সংযুক্ত থাকা প্রয়োজন । * এবং চার্জ করা শেষ হইবার সময় প্রতি সেলের ই, এম, এফ, প্রায় ২২৫ ভোলট হয়, সুতরাং তথন সেল প্রতি ২২৫+'৫ = ২ ৪৫ ভোলট চাপ প্রয়োজন। অতএব এই অবস্থায় মোট ২২• + ২৭e =৮ টা সেল সিরিঙ্গে সংযুক্ত থাকিতে পারে। অতএব দেখা যাইতেছে উক্ত লাষ্টনে প্রথমে ৯৬টি সেল লইয়া আরম্ভ করিয়া, চার্জ হওয়া হেতু যেমন যেমন সেলগুলির ই, এম, এফ, বাড়িতে থাকে সেই মত এক ধার হইতে