পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ৩১২ হইয়া যাইবার সম্ভাবনা থাকে । এই নিমিত্ত আকুমুলেটারের সহিত মিনিমাম-কাট-আউট ব্যবহৃত হয় । এই অবলম্বনের উদ্দেশ্য ডায়নামোর ভোলটেজ হ্রাস হেতু আকুমুলেটার হইতে ডায়নামোতে প্রবাহ বহিবার কালে আকুমুলেটারকে ডায়নামে হইতে বিচ্ছেদ করিয়ু দেওয়া। ইহাতে পাশাপাশি দুইটি পারদ আধার আছে, চিত্ৰ— ৪১৬, তাঙ্গদের উপর দিকে একটি U আকৃতি ধাতুখণ্ড এরূপ ভাবে অবস্থিত যে পারদ আধার দ্বয় ধারক যন্ত্রের পশ্চাদংশটা উপর দিকে উঠিলে এই U আকৃতি ধাতুখণ্ডের শেষভাগদ্বয় পারদের মধ্যে নিমজ্জিত হইয়া আধার দ্বয়ের মধ্যে ধাতব সংযোজন ঘটায় । U আকৃতি ধাতুখণ্ডের মাঝখানে একটি চলনক্ষম লৌহের ‘লিভার” আছে, লিভারটি নিম্নদিকে নির্গত হইয়া আছে । এই লিভারের সহিত একটি লৌহ আকসেল ভূ-সমান্তরাল ভাবে সংযুক্ত আছে ও আকসেলটির শেষ ভাগদ্বয় হইতে দুইটি ছোট লৌহখণ্ড পশ্চাদিকে নির্গত হইয়া আছে। এই ছোট লৌহখণ্ড দুইটি পিত্তল পাত দ্বারা সংযুক্ত ও ঐ পিত্তল পাত হইতে ভার ঝুলান থাকে— এই ভার দ্বারা যন্ত্রটির পশ্চাদ্ভাগ নিম্নদিকে টান পায়। আকসেলটী (লৌহ ; একটি তাম্রতারের কয়েলের মধ্যে আবরিত থাকে। ঐ কয়েলের একটি মুখ অন্তর্বত্তী পারদ পাত্রের সহিত সংযুক্ত, অপর মুখটি একটি মেন টামিনালের সহিত সংযুক্ত, দ্বিতীয় মেন টামিনাল (বষ্টিভাগস্থ ) পারদ পাত্রের সহিত সংযুক্ত । কয়েলটির মধ্য দিয়া প্রবাহ বহিলে আকসেল ও তৎসংলগ্ন লৌহখণ্ডদ্বয় চুম্বকীভূত হইয়া, সমষ্টি একটি অশ্ব ক্ষুরাকার চুম্বকে পরিণত হয়। এই অবলম্বনটির একটি টামিনাল ( বহির্ভাগস্থ পারদ পাত্রের সহিত সংযুক্ত ) ডায়নামোর সহিত ও সুগর টামিনাল আকুমুলেটারের সহিত সংযুক্ত হয়, সুতরাং বর্তমান অবস্থায় কয়েলের মধ্য দিয়া প্রবাহ বহিতে পারে না ( U আকৃতি ধাতুখণ্ড পাত্রদ্বয়ের পারদে নিমজ্জিত হয় নাই বলিয়া ) । আকুমুলেটর চাঙ্গ