পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যহ-তত্ব শিক্ষক \מא מס ব্যবহার করা যাইতে পারে—ইহাতে কেবলমাত্র কয়েলটিকে খাড়াভাবে বুরাইবার এ টি ব্যবস্থা থাকা প্রয়োজন । ৪১৮ চিত্রে দর্শিত হইয়াছে কিরূপে এম টি ট্যানজেণ্ট গ্যালভানোমিটারকে সাইন গ্যালভানোমিটারে পরিণত করা হইয়াছে। ইহাতে দৃষ্ট হইবে c খাড়া কয়েলের ফ্রেম L পায়ায় সহিত আবদ্ধ এবং এই পায়াটিও খাড়াভাবে ঘুরে । আরও কৃষ্ট হইবে L পায়া হইতে একটি ভানেয়ার W ভূসমাগুরাল ডিগ্ৰী (*) অঙ্কিত H বৃত্তের উপর আছে । ইহা হইতে কয়েলটিকে কতটা ঘুরান হষ্টল তাঙ্কা দেখা হয় । কয়েলের তারের শেষভাগদ্বয় K চিহ্নিত স্থানে দুইটি বন্ধন স্কু'র সহিত সংলগ্ন । আড়দিকে P পয়েণ্টার বিশিষ্ট SN চুম্বক স্বচট ডিগ্রী অঙ্কিত Q বৃত্তের কেন্দ্রে খাটান আছে, যন্ত্রটিকে লেভেল করিবার জন্য স্কু বিশিষ্ট তেশয়ার উপর ইহা আবদ্ধ। যন্ত্র টিকে ব্যবহার করিবার সময় প্রথমতঃ ইফাকে ঠিকমত লেভেল করিয়া কয়েলটিকে চুম্বক মেরিডিয়ানে অনিতে হয় ও তারপর প্রবাহ পাঠান হয়। চুম্বক স্বচট ঘুরিয়া কোন একস্থানে স্থির হইবে। এখন কয়েল টিকে ক্রমশঃ চুম্বকচের দিকে ঘুরাইয়া লইয়া যাইতে ইষ্টবে যতক্ষণ ন চুম্বক স্বচট করেলের তলে আইসে। কয়েলটাকে কতটা ঘুরান হষ্টল তাহা v ভানেয়ারের সাহায্যে H ‘ বৃত্ত হইতে দেখিতে হইবে। কয়েলটি মেরিডিয়ান কইতে যতটা ‘কোণ ঘুরিয়াছে প্রবাহ বেগ তাহার সাইনের আকুপাতিক c = ੋਂ sin a ( n-- ঘূর্ণন কোণ ) । সাধারন গ্যালভালোমিটাৱ —ইহা অনেকট গ্যালভানোস্কোপের মত, কেবলমাত্র যন্ত্রটিকে সেনক্সিটভ' (sensitive) করিবার জন্ত অর্থাং অল্প প্রবাহেও চুম্বকের ঘূর্ণন পাইবার জন্য (১) রাজ্যতে জ বাড়াইবার নিমিত্ত কয়েলে তারের পাকসংখ্য অধিক কয় ও কয়েলটি ক্ষুদ্রাকার হয় (২) ভূ-চুম্বকত্বের ফল নষ্ট করিবার জন্য (ক) •নোবিলির’ এষ্টাটিক পেয়ার ব্যবহার হয় অথবা (খ) হাউই-এর (Houoy)