পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ש לסי" ১•,••• ওম হয়। যন্ত্রটিকে সেনজ্জিটিভ করিবার জন্ত হাউই এর উপায় অবলম্বন করা হয় । সেইজন্য চিত্রে দর্শিত ভাবে N-S বক্র চুম্বকটি ব্যবহার করা হয়। এই চুম্বককে উপর নীচের দিকে সরাইবার জঙ্গ একটি স্কু বিশিষ্ট কলার আছে । এই চুম্বকটি যন্ত্রটিকে ডেডবীট করে । ইহাতে একের দশলক্ষাংশ • • • • • ১ আমপেয়ার প্রবাহ পর্য্যন্ত মাপা হয় । o কেলভিনের অধিক বাথ বিশিষ্ট এষ্টাটিক গ্যালভালোমিটার –ইহা অত্যন্ত সেনজিটিভ। ইহাতে একের দশকোটী অংশ আমপেয়ার প্রবাহ পর্য্যস্ত মাপা চলে। ইহার কয়েলের বাধা খুব অধিক। এবনাইট বাক্সের মধ্যে কাৰ্য্যাকুসারে প্রায় 3ةtet faf1f86ffة تدوم ه ه هوه ه لا ـ ه م م e কয়েল থাকে। উপরে পাশাপাশি দুষ্টটি কয়েল থাকে তাহাদের মধ্যে এষ্টাটিক পেয়ারের একটি চুম্বক থাকে, (৪২১ চিত্রে ইহা একটি কয়েল চিত্র—৪২১ দ্বারা দর্শিত হইয়াছে ), ও নিম্নে পাশাপাশি দুইটি কয়েল থাকে ঐ চিত্রে তাহা একটি কয়েল দ্বারা দর্শিত হইয়াছে, ইহাদের মধ্যে এষ্টটিক পেয়ারের অপর, চুম্বকটি থাকে এবং ঐ এষ্টাটিক পেয়ারের সহিত একটি ক্ষুদ্র আয়না থাকে। ইহা কাচের ঢাকনা বিশিষ্ট পিত্তল নিৰ্ম্মিত বাক্সের মধ্যে থাকে । মুভিং কক্সেল (Moving Coil) বা কক্সেল লুণ-নশীল গ্যালভালোমিটার :–উপরে যে সমস্ত গ্যালভানোমিটার বর্ণিত হইল তাহদের চুম্বক রাজ্য উৎপাদক কয়েলগুলি স্থির থাকে, চুম্বক ঘোরে। এখন যে গ্যালভানোমিটার বর্ণিত হইবে তাহাতে চুম্বকটি স্থির থাকে, মুতরাং কয়েল ঘোরে । এই কয়েল তার দ্বারা ঝুলান থাকে