পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ৩২৮ উপর নির্ভর করে ; অজানিত বাধাটি খুব অল্প হইলে অধিকাংশ প্রবাহ C এর মধ্য দিয়া বহে এবং কাটাটি স্কেলের O চিহ্নিত স্থানের দিকে থাকে, এবং অজানিত ৰাধা প্রেসার কয়েল পথের বাধার সহিত তুলনায় খুব অধিক হইলে অধিকাংশ এই পথ দিয়া ( Pএর মধ্য দিয়া ) বহে এবং কাটাটি স্কেলের অপর দিকে যায়। এইভাবে অজানিত বাধা শূন্ত হইতে অনন্ত ( Infinity ) হইলে কাটাটি স্কেলের এক শেষভাগ ( O চিহ্নিত ) হইতে অপর শেষভাগে (ডানদিকে ) ষায় এবং স্কেলটি একপভাবে অঙ্কিত যে উহা হইতে বাধা ওমে বা মেগোমে পাওয়া যায়। প্রত্যেক যন্ত্রে একটি টু কণ্ট্যাক্ট’ সুইচ k থাকে, ইহার দ্বারা একটি প্রয়োজন মত সান্ট বাধা r, P এর সহিত প্যারালালে সংযুক্ত কবিয়া ষত্রটিকে বিভিন্ন বাধা মাপিবীর উপযোগী করা হয়। - এই যন্ত্রটির দ্বারা বাড়ির আয়ারিং (Wiring) সহজে পরীক্ষণ করা যায় -যথা (১) মেন ও মাটির মধ্যে কিরূপ ইনস্থলেসান আছে দেখিতে হইলে সমস্ত আলোক প্রভূতিকে খুলিয়া লইয়া, সুইচগুলি লাগাইয়া (on) দিয়া, মেনের এক শেষ ভাগ । টামিনাগের সহিত সংযুক্ত করিয়া অপর টামিনালকে উন্মুক্ত রাখিয়া এবং ৫ টাৰ্ম্মিনালকে মাটির সহিত সংযুক্ত করিয়া ম্যাগনেটে হইতে প্রবাহ দিতে হয় । এই যন্ত্রে কাটার দ্বারা মেন ও মাটির মধ্যে ইনস্থলেসানের বাধা দশিত হইবে। (২) দুইটি মেনের মধ্যে ইনস্থলেসানের বাধা দেখিতে চইলে, একটির এক শেষ ভাগ । টাৰ্ম্মিনালের সতি, অপরটির এক শেষভাগ e টাৰ্ম্মিনালের সহিত সংযুক্ত করিতে হয় এবং উহাদের অপর শেষভাগদ্বয় উন্মুক্ত রাখিতে হয় এবং সমস্ত বাতি প্রভতিকে পূর্বের স্থায় খুলিয়া লইতে হয় । বাটি মধ্যস্থ সমস্ত বৈদ্যুতিক পথের ইনস্থলেসানের বাধা পরীক্ষা করিতে হইলে সমস্ত সুইচ বা ফিটজগুলিকে লাগাষ্টয়া দিতে হয় এবং সমস্ত বাতি প্রভৃতিকে স্ব স্ব স্থানে রাখিতে হয় এবং যন্ত্রটকে মেনের সঙ্গিত সংযোগ করিতে হয় । যদি ইনস্কলেসান-বাধা প্রয়োজন মত বাধা অপেক্ষা কম হয় তাহা ইলে বুঝিতে হইবে কোন স্থানে লীক (Leak) হইতেছে। এই লীক ধরিতে হইলে একেবারে দূরবর্তী শেষভাগ হইতে আরম্ভ করিয়া তারের সংযোগ স্থান সকল একটি একটি করিয়া খুলিয়া লইয়া প্রত্যেকবার