পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|రిరి বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক AASAASAASAASAASAAAS অজানিত বাধার (X) শেষভাগৰয়ের সহিত সংযুক্ত—স্বতরাং ইহার মধ্যে প্রবাহ তেজ Xএর শেষভাগদ্বয়ের পি, ডি, অমুম্বায়ী হয় । C কয়েলের এক শেষভাগ Sএর বামদিকে সংযুক্ত, অপর শেষভাগ R বাধার মধ্য দিয়া S এর ডানদিকে সংযুক্ত এবং E ব্যাটারি হইতে S ও অজানিত বাধা x এর মধ্য দিয়া প্রবাহ দেওয়া হয়। স্বতরাং C কয়েলের মধ্য দিয়া বহমান প্রবাহ xএর মধ্য দিয়া মোট.প্রবাহের উপর নির্ভর করে । এবং C ও P এর মধ্যে প্রবাহের সম্বন্ধ x এর বাধার উপর নির্ভর করে । মতরাং কয়েলম্বরে ঘূর্ণন হইতে এর বাধা পরিমিত হয়। এই যন্ত্রে ১ • মাইক্রোম হইতে ৫ ওম পৰ্য্যস্ত বাধা মাপা যায় এবং বিভিন্ন পরিমাণের বাধা মাপিবার জন্য যন্ত্রের মধ্যে ব্যবস্থা আছে । ইহাতে পাচটি পথ বিশিষ্ট একটি চাৰি (Key) আছে Kইহা ৫টি পথ চিত্র—৪৩৬ বিশিষ্ট ৩টি স্পৰ্শ-খণ্ড A. B, Cকে স্পর্শ করে। A স্পৰ্শ-খণ্ড P পথের বাধাকে প্রয়োজন অনুযায়ী পরিবৰ্ত্তিত করে। D দ্বারা ব্যাটারি ও অজানিত