পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"est বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক কাটা শুষ্ঠ চিহ্নিত স্থানে অবস্থান করে। সংযোজনাদির পর লাইনের প্রবাহ C ঘুর্ণনক্ষম কয়েল ABC এর মধ্য দিয়া বলে এবং উপকরণের টার্মিনালদ্বয়ের মধ্যে পি, ডি, Eএর অনুপাতে অল্প পরিমাণ প্রবাহ EFGএর মধ্য দিয়া বহে । সুতরাং Y=° ঘুর্ণনবল এই প্রবাহদ্বয়ের গুণফলের অনুপাতে হয় চিত্র—৪৪৭ অর্থাৎ ECএর অনুপাতে হয়। উপকরণের মধ্যে ব্যয়িত ক্ষমতা ECএই গুণ-ফলের অনুযায়ী । ঘুর্ণনক্ষম কয়েলকে ঘুরাইয়া পূৰ্ব্বস্থানে আনিতে যদি S টলনি হেডকে (তৎসহ P কাটাকে) a ঘুরাইতে হয় তাহ হইলে টলান হেতু ঘুর্ণনবল a“র আনুপাতিক এবং ইহা প্রবাহ হেতু ঘুর্ণনবলের সমান, সুতরাং ECrea, অর্থাৎ উপকরণের মধ্যে ব্যয়িত ওয়াট= Ka (K= যন্ত্র অনুযায়ী কোন অপরিবর্তনীয় সংখ্য, ইঙ্গ পরীক্ষ" দ্বারা নিৰ্দ্ধারণ করিতে হয় )। ব্যবহার —ডাইরেক্ট কারেন্টের সহিত ব্যবহার করিবার সময় ঘূর্ণনক্ষম কয়েলের তলকে চুম্বক ‘মেরিডিয়ানে লম্ব ভাবে রাখিতে হইবে, যাহাতে ইহার উপর ভূ-চুম্বকত্বের কোন ক্রিয়া না ঘটে, এবং সংযোজক তারগুলি খুৰ সন্নিহিত হওয়া প্রয়োজন, নচেৎ তাছাদের প্রবাহের দ্বারা ইহার উপর ক্রিয়া ঘটিতে পারে। অন্টারনেট্রিং কারেন্টের সহিত ব্যবহার্ষা ওয়াটমিটারের কাঠাম ও ধারক প্রভৃতি অপরিচালকে প্রস্তুত হওয়া বিধেয়, নচেৎ তাহাদিগের মধ্যে এডিকারেন্ট হইবে ও তদ্বারা ঐ কয়েলের উপর ক্রিয়া ঘটবে। এতদ্ব্যতীত স্থির কয়েলটি দুষ্ট পরিবর্তনীয় অংশে গঠিত হওয়া প্রয়োজন, যাহাতে ঘুর্ণনক্ষম কয়েলের নিকট রাজতেজকে পরিবৰ্ত্তিত করিতে পারা যায়। সচরাচর ভোল্টমিটার কয়েলের সহিত একটি বাধা কয়েল (স্বীয় সম্ভাবনহীন) সিরিজে ব্যবহৃত হয় । বাহিকচুম্বক রাজ্য হেতু আক্রান্ত হইলে প্রবাহের দিক বিপরীত করিয়া দ্বিতীয় বার পরীক্ষিত হয়।