পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○載、○ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক م" مہ، مv بہ۔ -- - متمم سی. بی.

  • Toto offset doesn’ (Receiving Station ) বলে । টেলিগ্রাফ জুই প্রণালীর হয়—এক প্রণালীতে সেণ্ডিং ষ্টেশন হইতে রিসিভিং ষ্টেশন পর্যন্ত তার প্রয়োজন হয়, অপরটি আধুনিক বেতার বা "অয়ারলেস' (wireless) টেলিগ্রাফ। সাধারণ টেলিগ্রাফের প্রণালী—দুই বিভিন্ন সঙ্কেতের সমবারে এক ধারা বা ডাক (Code) প্রস্তুত হয় । পুরাতন প্রণালীতে একদিকের প্রবাহ দ্বারা একটি সঙ্কেত ও বিপরীত প্রবাহ দ্বারা অপর , চিত্র—৪৬৬ সঙ্কেত করা হয় । নুতন প্রণালীতে অল্পক্ষণস্থায়ী প্রবাহ দ্বারা একটি সঙ্কেত ও অপেক্ষাকৃত অধিককাল ব্যাপী প্রবাহ দ্বার অপর সঙ্কেত হয় ।

সিঙ্গল লীড ল (Single Needle) প্রণালী –ইহাতে ট্র্যান্সমিটারে একটি হাণ্ডেল থাকে, চিত্র ৪৬৭, তদ্বারা উভয়দিকের মধ্যে జ్ఞి যে কোন দিকে প্রবাহ পাঠান যায়। ‘রিসিভারে স্ট্রকুঞ্জ একটি চুম্বক স্বচ প্রবাহের দিক অনুযায়ী ডানদিকে • চিত্ৰ—৪৬৭ অথবা বামদিকে ঘোরে। স্থচের একদিকের ঘূর্ণন একটি সঙ্কেত, বিপরীত দিকের ঘূর্ণন অপর সঙ্কেত, ও স্বচকে লক্ষ্য করিয়া সঙ্কেত ধরির্তে হয়। কোন কোন স্থলে স্থচের তুষ্টদিকে দুইটি বিভিন্ন ধাতুর টুক্‌র আবদ্ধ থাকে, চিত্র ৪৬৬। s. একদিকে একটি ধাতুকে ঘা মারিলে এক প্রকার শব্দ হয়, অপরদিকে অন্য ধাতুকে ঘা মারিলে অন্তপ্রকার শব্দ হয়, সুতরাং কর্ণের দ্বারা সঙ্কেত পাঠ হয় , চক্ষের প্রয়োজন হয় না । মসন- প্রণালী (Morse System) —&It's ট্র্যান্সমিটার দ্বারা অল্পকালব্যাপী প্রবাহ ও অপেক্ষাকৃত অধিককাল ব্যাপী প্রবাহ দ্বারা ৰিভিন্ন সঙ্কেতদ্বয় সাধিত হয়। কোন কোন রিসিভারে শব্দ হইবার ও কোন কোন রিসিভারে একেবারে বিন্দু (- Bot) ও দাড়ি (—Dash) এইভাবে ছাপা হইবার ব্যবস্থা থাকে । , ২৩ বি