পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক Ꮌ☾Ꮛ sis- sat Essia (Morse Sounder) :-žet etru sra বিশিষ্ট একটি বৈদ্যুতিক চুম্বক। প্রবাহ বহিবার সময় আমে চারটি আকৰ্ষিত হইয়া একটি দণ্ডের উপর আঘাৎ করিলে শব্দ হয় ও প্রবাহ বন্ধ হইলে আমেচিারটি ফিরিয়া গিয়া অপর একটি দণ্ডে আঘাৎ করিলে আবার শব্দ হয়। এই শব্দদ্বয়ের মধ্যে যে সময়ের ব্যবধান তাহ প্রবাহ বহিবার সময় নির্দেশ করিতেছে । এই শব্দদ্বয়ের মধ্যে সময়ের ব্যবধান অল্প হইলে “ডট” বলে। (—) ড্যাস (-) উটের তিনগুণ । মসন প্রি-টার (Morse Printer) :–ềstrē wfg; stą একটি কলের দ্বারা কাঠিমে জড়ান ফিতার স্তায় কাগজ গুটাইয়া যাহতে থাকে এবং একটি কালীবিশিষ্ট চাকা, প্রবাহ বহিবার সময়, কাগজের উপর স্পর্শ করিয়া, প্রবাহ অল্পক্ষণ স্থায়ী হইলে বিন্দুর স্থায় ছোট দাগ ( ডট, ) ও অপেক্ষাকৃত অধিকক্ষণ স্থায়ী হইলে দাড়ির দ্যায় লম্বা দাগ (ড্যাস) কাটে। এই ডট ও ড্যাসের বিভিন্ন সমবায়ু দ্বারা বিভিন্ন অক্ষর বা সঙ্কেত সুচিত হয় ও কোড অনুযায়ী বার্তা নিৰ্দ্ধারিত হয়। ৪৬৮ চিত্রে মল প্রণালীর সংযোজন দর্শিত হইয়াছে। ইহাতে S সাউণ্ডার, K চাবী (Key),E, লাইল,ও ব্যাটারি আছে। যদি বাম | s т দিকের চাবীকে নামান যায় তাহাচ্ছইলে উছ o - # لما | উপরের কণ্ট্যাক্টকে ত্যাগ করিবে এবং বাম r 4| দিকের ব্যাটারি হইতে প্রবাহ এই চাবী দিয়া লাইনে ও তৎপরে ডানদিকের সাউণ্ডারের ... fšū-sev মধ্য দিয়া বহিয়া পৃথিবী দিয়া ফিরিয়া আসিবে। রীলে (Relay) —দূরত্ব অধিক । క్రౌ হইলে প্রবাহ বেগ অত্যন্ত ক্ষীণ হইয় L 丁鑫 ষায় । এরূপস্থলে ক্ষীণ প্রবাহকে একটি চিত্র—৪৬৯ *রলের মধ্য দিয়া প্রবাহিত করা হয়। রীলে, আমেচার বিশিষ্ট একটি