পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উহার এক শেষভাগে C একটি কয়েল, কয়েলের শেষভাগদ্বয় কাষ্ঠখণ্ডের অন্ত প্রান্তস্থ B ও b বন্ধন স্কুদ্বয়ের সহিত কাঠের মধ্য দিয়া L Lা তার দ্বারা সংযুক্ত। চুম্বকটির সম্মুখে খুব নিকটে s একটি নরম লৌহের চাকতি, m মাউথ পিস (Mouth piece) ও কাঠখণ্ডের অন্তর স্কু দ্বারা আবদ্ধ আছে। মাউথ পিসের সম্মুখে কথা কহিলে শব্দময় বায়ুর স্পন্দন দ্বার লৌহপাতটি স্পন্দিত হয়, সুতরাং উহ! একবার চুম্বকের সন্নিহিত ও তৎপরেই উহা হইতে দূরবর্তী হইতে থাকে। যেহেতু লৌহ চুম্বকের সন্নিহিত হইলেই চুম্বকোদ্ভূত বলরেখার সংখ্যা পরিধৰ্দ্ধিত হয় এবং উহা চুম্বক হইতে দূরে সরিয়া যাইলে বলরেখার সংখ্যা কমিয়া যায়, লৌহপাতটির স্পন্দনকালে কয়েলের মধ্যে বলরেখার সংখ্যা পরিবৰ্ত্তিত হয় ও পাতটির স্পন্দন ( সুতরাং উচ্চারিত শব্দ ) অনুযায়ী কয়েলের মধ্যে ই, এম, এফ, সস্তাবিত হয়। কয়েলের শেষভাগদ্বয় (B ও b বন্ধন স্কু হইতে ) যদি ঠিক এরূপ আর একটি যন্ত্রের মধ্য দিয়া সংযোজিত হয়, তাহ হইলে এই সম্ভাবিত ষ্ট, এম, এফ, অনুযায়ী প্রবাহ দ্বিতীয় যন্ত্রটির কয়েলের মধ্য দিয়া প্রবাহিত হইবে ও তজ্জন্ত প্রবাহ অনুযারী তাহার চুম্বক তেজের হ্রাস বৃদ্ধি ঘটবে। চুম্বক তেজ বৃদ্ধি পাইলে তাহার লৌহপাতটি চুম্বকের সন্নিহিত হইবে ও চুম্বক তেজ হ্রাস হইলে, লৌহপাতটি দূরে সরিয়া যাইবে ও এইভাবে লৌহপাতটির স্পন্দন ঘটবে। এবং দৃষ্ট হইবে প্রথম যন্ত্রের লোহপাতের যেরূপ স্পন্দন হইবে, তদ্ধেতু সম্ভাবিত প্রবাহ দ্বারা দ্বিতীয় যন্ত্রে লৌহপাতের ঠিক সেইরূপ স্পন্ন ঘটবে এবং দ্বিতীয় যন্ত্রের লৌহপাতের এই স্পন্দন দ্বারা তৎসন্নিহিত বায়ু স্পন্দিত হইয়৷ উচ্চারিত শব্দের মত শব্দ উখিত করিবে। এস্থলে দৃষ্ট হইবে ষে একই যন্ত্রকে ট্র্যান্সমিটার ও রিসিভার ভাবে शबझैँ করা যাইতে পারে এবং পূৰ্ব্বে তাহাই হুইত, কিন্তু আধুনিক টেলিফোন যন্ত্রে পূৰ্ব্বোক্ত যন্ত্রটি রিলিভার ভাবে ব্যবহৃত হয়, এবং মাইক্রোফোন নামে দ্বিতীয় অবলম্বন