পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ురి(సె বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ট্রান্সমিটারের কার্য্য করে। এই মাইক্রোফোন ট্যান্সমিটার ও রিসিভার একটি হাণ্ডেলের দুইদিকে এরূপভাবে আবদ্ধ যে ট্যান্সমিটারকে মুখের নিকট ধরিলে রিসিভার কাণের নিকট আসে। চিত্ৰ— ৪৭৪, M মাইক্রোফোন ১৯ ಸ್ಧಗಿ§ೋ ট্যান্সমিটার, E, রিসিভার >ಿಙ್ಮ হাণ্ডেল স্বইচ । ট্যান্সমিটারকে চিত্র—৪৭৪ ‘মাউথ পিস’ ও রিসিভারকে "ইয়ার পিস’ (Ear piece) বলে। মাইক্রোফোন (Microphone) :–ềzŲfs-F oftetą আলগ সংযোগস্থলের বাধা বিশেষতঃ কাৰ্ব্বনের বেলায়, শব্দ জনিত স্পন্দন দ্বারা বিশেষ পরিবর্তিত হয়, সুতরাং ব্যাটারির সহিত সংযুক্ত থাকিলে বাধা অনুযায়ী বিভিন্ন পরিমাণের প্রবাহ বহিবে । যথা ৪৭৫ চিত্রে C 蠶 একটি কাৰ্ব্বন দগু C; ও C, দুষ্টটি কার্বন দণ্ডের ° _ খাজে আলগাভাবে ধৃত এবং C, হইতে একটি তার Stར་[ར་ལོ་ | ব্যাটারি, তাহা হইতে রিসিভার R এর মধ্য হইয়া চিত্ৰ—৪৭e C,তে ফিরিয়া আসিয়াছে। C, ও C, একটি অপরিচালক দণ্ডে আবদ্ধ। Cএর সম্মুখে ঈষৎ শব্দ করিলে তাহ Rএ শ্রত চষ্টবে। শব্দ বা বায়ুর স্পন্দন দ্বারা C এর স্পনান হেতু C, ও C, এর সহিত c এর সংযোগ স্থানদ্বয়ের বাধা বিশেষ পরিবর্তিত হইতে থাকে। ও তজ্জন্ত ব্যাটারি হইতে বিভিন্ন পরিমাণের প্রবাই বহমান হয়। এই প্রবাহ সিরিজে সংযুক্ত R এর মধ্য দিয়াও বহে ও তদ্বারা ইহার লৌহপাতটি ঐ ভাবে সুন্দিত হইয়া শব্দ উৎপন্ন করে। আধুনিক মাইক্রোফোন ট্যান্সমিটারে_Cএর পরিবর্তে কাৰ্ব্বনের গুড়া দুইটি কাৰ্ব্বনখণ্ডের অস্তুর সংরক্ষিত। এই কাৰ্ব্বন খণ্ড দুইটির মধ্যে একটি একটি ত্বকের সহিত সংযুক্ত, যাহাতে শৰ হেতু ত্বকের স্পন্দন দ্বারা ইহা স্পনিীত হয় এবং