পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ළුෂ්L বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক

  • - یے ہم ی. ممبر ۔سی۔

হইতে খবর আসিয়াছে কিনা দূর হইতে জানিবার নিমিত্ত কোন সঙ্কেত, যথা, ঘণ্ট বাজ বা আলে জলিবার ব্যবস্থা থাকে। যথা ৪৪৭ চিত্রে ঘণ্টা বাঞ্জিবার ব্যবস্থা দৰ্শিত হইয়াছে। ইহাতে রিসিভার একটি হুকের উপর স্থাপিত। রিসিভারের ভারে ছকটি নামিয়া যাইয়া লাইনকে ঘণ্টার মধ্য দিয়া সংযুক্ত রাখে, সুতরাং বাহির হইতে আগত প্রবাহ দ্বারা ঘণ্টা বাজে। রিসিভারকে হুক হইতে তুলিয়া লইলে লাইন ঘণ্টা হইতে বিযুক্ত হইয়া সেকেণ্ডারীর মধ্য দিয়া সংযুক্ত হয় ও কথা শুনা যায় এবং এইসঙ্গে প্রাক্টমারীর সুইচও সংযুক্ত হয়, সুতরাং মাইক্রোফোনে কথা বলা চলে। ডাকিবীর প্রণালী 2—টেলিফোন সাহায্যে কথা কহিতে হক্টলে, যাহার সহিত কথা কহিতে হইবে তাহাকে প্রথমতঃ ডাকিবীর প্রয়োজন হয় । এই ডাকা কার্য নিম্নলিখিত কয়েক প্রণালীতে হয়। (১) ম্যাগনেটে যন্ত্রের দ্বারা :–ইহা টেলিফোন যন্ত্রের সহিত একত্র থাকে, এবং বিশেষ দেখা শুনা প্রয়োজন করে না । ৪৭৮ চিত্রে ম্যাগনেটে দ্বারা ঘণ্ট বাজাইয়ু সঙ্কেত পদ্ধতি দশিত হষ্টয়াছে। (২) ব্যাটারি দ্বারা :–ষ্টহী ৪৭৭ চিত্রে দর্শিত হইয়াছে। এই ব্যাটারি টেলিফোন যন্ত্রের নিকটেই থাকে। সকল সময় ব্যাটারি কর্ষ্যোপযুক্ত আছে কিনা লক্ষ্য রাখিতে হয়। এই ব্যাটারি সচরাচর প্রাইমারী সেল। ( & ) সেন্টাল *itatsfätion (Central Current System):— ইহাতে এক্সচেঞ্জে ব্যাটারি বা ডায়নামে থাকে এবং ষ্টেসন হইতেই তাহার প্রবাহ ব্যবহার করে । - ডাকিবার উপায় –ইহা সাধারণতঃ বৈদ্যুতিক ঘণ্টা বা ইণ্ডিকেটাের দ্বারা সাধিত হর i. অনেকস্থলে ল্যাম্প জলিবার ব্যবস্থা ও থাকে। ছক হইতে টেলিফোন যন্ত্রকে উঠাইলেই এক্সচেঞ্জে আলো জলে, তখন যে ব্যক্তির সহিত কথা কহিতে চায় এক্সচেঞ্জের লোক তাহার লাইনের সহিত ইহার লাইন সংযুক্ত করিয়া দেয় ( এই সময় একটি শব্দ হয় )। কথা