পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ পরিচয় । Stoz =ffêt=T (Wiring) বৈদ্যুতিক শক্তি সহজে ধাতু পদার্থ অবলম্বনে প্রবাহিত হইতে পারে পূৰ্ব্বেই বলা হইয়াছে। ঐ ধাতু সকল বিদ্যুৎ প্রবাহ কালে নিজ নিজ চিত্ৰ—৪৮ ০ গুণ ধৰ্ম্ম হেতু ঐ প্রবাহের হল্পাধিক প্রতিরোধের কারণ হয়। সেইজন্য বৈদ্যুতিক শক্তি চালনা করিতে হক্টলে যে ধাতু সৰ্ব্বাপেক্ষ সহজ পথ প্রদান করে অর্থাৎ প্রবাহে কম বাধা প্রদান করে, তাহাকেই ব্যবহার করাবিধেয় । এই বিষয়ে তাম্ৰকেই কার্বপোযোগ ধাতু বলিয়া স্বীকৃত হয়। এই ধাতুকে তারের আকৃতিতে পরিণত করিয়া, বৈদ্যুতিক শক্তির পরিচালনা করা যায়। এই তারের ব্যাসের মাপ প্রভৃতি বৈদ্যুতিক শক্তির পরিমাপের উপর নির্ভর করে, ইহার হিসাব পূৰ্ব্বেই বলা হইয়াছে যাহাতে সহজে অক্সিডাইজড না হয় অর্থাৎ মরিচ না পড়ে, তজ্জন্ত তাম্রের উপর