পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক - రిఅ8 টিনের কলাই থাকা বিধেয়। বৈদ্যুতিক শক্তি সম্পন্ন তার ভূমি বা অপর མར་ཟམ་ཁ་ལསམས་མཉམ་མ་ཡི་སའི་ཆེ་མཐཟས་ཟ། - ". ខ្ញុំ চিত্র— কোন বিদ্যুৎ প্রবাহক ধাতুর সহিত সংযুক্ত হইলে তদ্বারা বৈদ্যুতিক শক্তির অপচয় হইতে পারে, সেইজন্ত বিভিন্ন স্থান দিয়া তারকে লইয়া যাইতে হইলে ঐ তারের উপর এমন কোন পদার্থ দ্বারা বেষ্টন করিতে হয় যাহাতে ঐ তারের বৈদ্যুতিক শক্তি গন্তব্য পথ হইতে অন্য কোন দিকে প্রবাহিত হইতে না পাৰে । তারের এই বেষ্টনকে ইনস্থলেসন ( Insulation ) বলা হয় । এই ইনস্থলেসানের মাত্রা যত অধিক হয়, বিদ্যুৎবাহক তার ততই বিশ্বাস যোগী হয়। আবার অনর্থক অধিক ইনস্থলেসান করিয়া তারের মূল্য ও আকৃতি বৃদ্ধিও নিম্প্রয়োজন । বৈদ্যুতিক শক্তি বহনকারী তার স্থান হিসাবে খাটাইবার জন্ত বিভিন্ন প্রণালী অবলম্বন করা যায় ও নানা প্রকার সংযোজক উপকরণের ( Fittings ) প্রয়োজন হয়। এই তার শূন্ত মার্গ দিয়া, ভূমির মধ্য দিয়া বা জলের মধ্য দিয়া লইয়া যাইবার প্রয়োজন হয় । অতএব তারের ইনস্থলেসানও সেই হিসাবে করিতে হয় ।