পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ তত্ত্ব শিক্ষক טוט ס করা হয়, তথাপি গৃহের দেওয়াল হইতে স্যাওতা বা ড্যাম্প লাগিলে চিত্র –৪৮৫ ਿ-8ਂ : তাহের ইনস্কলেসানের ক্ষতি হয় ও ক্রমশঃ তার হইতে বৈদ্যুতিক শক্তির অপচয় হয়, সেইজন্ত সাধারণ ইনস্থলেসান যুক্ত তারকে চীনামাটির ঠিকরা বা ক্লিটের উপর দিয়া লইয়া যাওয়া হয়, তাহাতে তার দেওয়ালের সহিত ংযোগ হয় না। এইরূপ অয়ারিংকে ক্লিট অয়ারিং বলা হয় ৪৮৬ চিত্রে ক্লিট ও ৪৮৭ চিত্র তার লইয়া স্বাওয়া দেখান হইল। দেওয়ালের সহিত ক্লিট লাগাইতে হইলে প্রথমে দেওয়ালে ছিদ্র করিয়া উহার মধ্যে কাঠের গুলি, পিন বা প্যান প্রবেশ করাইয়া দিতে হয় ও প্রয়োজন হইলে ঐ প্যানাগুলি লিমেণ্ট মাটি দিয়া অভ্যাটিতে হয়। প্যানাগুলির সাইজ ১ হঠতে ২ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি চৌকা কাষ্ঠ হইতে প্রস্তুত হয়। ৪৮৭ চিত্রে পিন পোত চিত্র দেওয়া হইল। এই পিন ৩ ফুট অন্তর ফিট কর বিধেয় । আর এক প্রকারে কঠিন দেওয়ালের সহিত চিত্র-৪৮ ক্লিট, সীল মোড়া তার ও কেসিং ফিট করিবার রীতি আছে । দেওয়ালে যদি অধিক গৰ্ত্ত করিলার আপত্তি থাকে বা দেওয়াল