পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©●ፃ বিদ্যু -তত্ত্ব শিক্ষক কঁচের, পাথরের বা চীন মাটির হয়, তবে একটি ভোমর বা ডিল (Drill) চিত্র ৪৮৮ দ্বারা ঐ দেওয়ালে ৩ স্থত। চিত্র—৪৮৮ (ঙু ) মোটাগৰ্ত্ত প্রায় ১ ইঞ্চি আন্দাজ করিতে হইবে, তৎপরে ঐ ভোমর বাহির করিয়া ঐ গর্তের মধ্যে সরু পাট কাঠির ন্যায় স্বতার বোন পিন প্রবেশ করাষ্ট্রয় দিতে হইবে। তৎপরে এই পিনের মধ্যে স্কু প্রবেশ করাইয়া দিলেই এই পিন দেওয়ালের সহিত দৃঢ়ভাবে অাটিয়া যাইবে । এই পাট কাঠির ( পাকাটা ) দ্যায় বোন প্যানার Dހޗަ భ్స్వాk -* م-.... নাম রাওয়লি প্লাগ (Rowal Plug) রাখা হইয়াছে। ಟ್ಗ পূর্বেই বলা হইয়াছে যে, বৈঞ্জাতিক শক্তি চালনা করিতে হইলে উহার জন্ত একটি গন্তব্য পথ ও আর চিত্র--৪৯০ একটি প্রত্যাবর্তনের পথ থাকা প্রয়োজন। এইজন্য তার খাটাইবার সময় প্রায় সৰ্ব্বদা দুইটি করিয়া তার খাটান প্রয়োজন হয়। ইংরাজীতে, এই দুইটি তারে, যেটা দিয়া প্রবাহ যায় তাহাকে লীড (Lead) s cest fai প্রত্যাবৰ্ত্তন ফরে তাহাকে রিটার্ণ ( Return) বলা যায়। যাহাতে লীড ও রিটার্ণের মধ্যে সংশয় না হয় তজ্জন্ত সচরাচর লীডকে (Lead ) RfNffTT (Left) s faststT (Return) Glaf) ( /cight) রাখা হয়, কোথাও বা লাল ও কাল তার ব্যবহার করে, লাল ভারট লীড হয়। তারকে যখন কোন দেওয়ালের মধ্য ভেদ করিয়া চলিতে হয়, তখন দেওয়ালের মধ্যের তারের অংশকে সীসার পাইপ বা চীনা মাটির পাইপের মধ্য দিয়া লইতে হয়, তাহাতে ঐ তারে স্যাওতা বা ড্যাম্প লাগিয়া ভূমি সংলগ্ন হইবার আশঙ্কা থাকে না। এই তার আবরণকারী পাইপের শেষ দুইটি ভাগ অন্ততঃ দেওয়াল হইতে_৬ ইঞ্চি আন্দাজ বাহির হইয়া থাকা