পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক OSy উচিত। গৃহে তার খাটাইবার সময় দুইটি তারকে জুড়িতে হইলে, প্রথমে ঐ তার দুইটির শেষভাগের ইনস্কলেসান পৃথক করিতে হইবে। ইহা একটি ছুরীর সাহায্যে হইয়া থাকে। ছুরী দিয়া ইনসুলেসান কাটিবার সময় লক্ষ্য রাখিতে হইবে যেন ছুীর আঘাৎ বা দাগ তারে না পড়ে। তাহাতে তার যখম হয় এবং সেই দাগ ধরিয়া তারটি ছিড়িয়া যাইতে পারে। আবগুক মত ইনস্কলেসান ছাড়াইয়া তারটিকে মিহি শিরিস কাগজ দ্বার পরিষ্কৃত করিয়া লইতে হয়, নতুবা অপরিস্কার তারের সংযোগে বৈদ্যুতিক শক্তি প্রবাহের বিঘ্ন ঘটিতে পারে । দুইটি তারের সংযোগ উত্তম হওয়া প্রয়োজন, এবং ঐ তার যদি কোনক্রমে উত্তম সংযোগ না হয়, তবে বিদ্যুৎপ্রবাহ কালে সেই সংযোগ স্থান গরম হয়, এমন কি নিকটে কোন দহনোপযোগী পদার্থ থাকিলে তাহাকে দহনও করিতে পারে। সেইজন্ত সৰ্ব্বদাই এই সংযোগ একটি চীনামাটির পাত্রের মধ্যে করা হয়। পাত্রটির নাম জংসন বক্স বা জয়েণ্ট বক্স। কেহ কেহ ইহাকে জয়েণ্ট কাটআউট বলিয়া থাকেন। কোন কোন জয়েণ্ট বক্সের মধ্যে ফিউজ (সহজে গলনক্ষমতার) দিবারও ব্যবস্থা থাকে । এই ফিউজ দিবার উদ্দেশু, যদি কোথাও অযথা অধিক বৈদ্যুতিক শক্তি প্রবাহিত হয়, তখনই এই ফিউজ গলিয়া যায়৷ তারের বৈদ্যুতিক প্রবাহ রোধ করে। তাহাতে বাহক তারের বা অপর কোন দ্রব্যের হানি করিতে দেয় না । এষ্ট ফিউজ কাটা বা জলিয়। যাওয়া কাৰ্য্য ইহার মধ্যে হয়,সেইজন্য এই উপকরণের নাম কাটআউট রাখা হইয়াছে। ইহার আকৃতি গোল বা চৌকা হয় । গোল কাটআউট ৪৯২ চিত্রে দেওয়া হইল। এখানে জানিয়া রাখা প্রয়োজন তার চিত্ৰ—“” সংযোগ করিতে হইলেই অন্ততঃ ঐ সংযোগ স্থানে একটি জয়েণ্ট বক্স দেওয়া প্রয়োজন । [5西一8冶决 যে স্থানে জয়েণ্ট বক্স বসাইতে হয়, ঐ বক্সের