পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক ৩৭ই হইলে এইটি লক্ষ্য রাখিতে কষ্টবে যেন তারের উপরের সীসার ৰেষ্টন সৰ্ব্বদা পরস্পর ধাতুর সংযোগ থাকে এবং ঐ বেষ্টিত সীসা যেন একটি তামার বা মোট গ্যালভানাষ্টজ ড তার দ্বারা উত্তম রূপে ভূমি সংলগ্ন করা হধ। এই ভূমি সংযোগ কাৰ্য্য একটি ৪ স্কোয়ার ফুট । ইঞ্চি মোটা ভাল লোহের চাদর অন্ততঃ ৫৬ ফুট খুড়িয়া মাটিতে প্রবেশ করাষ্টয়া দিয়া তাহার সচিত হইতে পারে। জলের পাইপের সহিতও হইতে পারে কিন্তু ইহা আইন সঙ্গত নহে । এই সীসার কেসিং বা বেষ্টনের সহিত ভূমি সংযোগের উদ্দেশু এই যে, যখন বহমান তার দিয়া বিদ্যুৎ প্রবাহিত হইতে থাকে তখন বাক্টিরের বেষ্টন ধাতব হওয়ায় উচ্চাতেও বিদ্যুৎ তেজ সঞ্চারিত চম এবং যদি কোন কারণে ঐ ধাতব বেষ্টন হইতে ভূমিব সহিত উপযুক্ত বৈদ্যুতিক সংযোগ না হয়, তবে ঐ তারে বিদ্যুৎ বেগ চার্জড অবস্থায় অবস্থান করে এবং কোন প্রকারে উহ। কোন প্রাণীর দ্বার স্পৰ্শিত হইলে বৈদ্যুতিক সকৃ’ লাগিবার বিশেষ সম্ভাবনা। এমন গুনা গিষাছে সেই সক এত অধিক যে কাহারও বা প্রাণ হানিও হইয়াছে। বিদ্যুৎ শক্তি বহনকাণী তারের লাইন ও উহাদের নাম —যেমন ੰ হতলে তাহার গুডি শাখা উপশাখা প্রভৃতি হয়, সেইরূপ বিদ্যুৎ শক্তি পরিচালনা করিতে হইলে তাহার ধাতব লাইনেরও শাখী ও উপশাখার প্রয়োজন। তাহাদিগকে আমরা যথাক্রমে (১) ফিডার, সাব ফিডার, মেন, সাবমেন, ব্রাঞ্চ প্রভৃতি বলিয়া খাকি । ফিডার লাইন হইতে সাব-ফিডার লাইন, সাব ফিডার লাইন হইতে মেন লাইন, মেন হইতে সাবমেন লাইন, সাব মেন লাইন হইতে ব্রাঞ্চ লাইন প্রভৃতি নির্গত হয়। যেমন গুড়ি শাখা হইতে মোট এবং শাখা উপশাখা প্রভৃতি হইতে ཨཱ་ কারণ গুড়ি একটি উহাকেই সকল শাখা উপশাখা প্রভৃতিকে খাদ্য দিতে হইতেছে, সেইরূপ ক্রম হিসাবেও বিদ্যুৎ শক্তিও প্রথমে লাইমের ধে তার দিয়া প্রবাহিত হইতেছে সেই তার ক্রম হিসাবে