পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক \לילס" না । এষ্ট আলোকে ড্রষ্টং আফিসের কার্য্য বেশ সুন্দর চলে, যেহেতু ইহার আলোক বেশ সমভাবে বিস্তৃত হইয়া পড়ে। ইহার তালোক অতীব তেজস্কর হওয়ায় আলোক চিত্র কাৰ্য্যে ইহার আদর যথেষ্ট। এই আলোকের জ্যোতিঃ গাত্র চৰ্ম্মের উপর কার্য্য করে এবং ইহার দিকে দৃষ্টিপাত করিলে চক্ষুরোগ হইবার সম্ভাবনা । বৈদ্যুতিক প্রবাহ সাধারণ কার্যোর জন্য সরবরাহ করিতে হইলে সান্ট ডায়নামে ব্যবহার করিতে হয় এই সান্ট ডায়নামে হইতে ৩টি তাব বাহিরে আনা হয় । এই তিনটি তারের মধ্যে একটি পজি টিভ + ও একটি নেগেটিভ — ও তৃতীয়টি সান্টরাজ্য কয়েলের তার । এই তিনটি তার মেন সুইচ বোর্ডে লষ্টয়া গৈয়া তথায় পজিটিভ তারটি + টারমিনালে, লেগেটিভ তারটি-টারমিনালে এবং সান্ট কয়েলের তারটি একটি রেগুলেটিং রেজিষ্ট্যান্সের মধ্য দিঃ রিটার্ণ সার্কিট টারমিনালের সহিত সংযোগ হইবে । তৎপরে+ও–টারমিনাল হইতে আমমিটার, ভোল্ট মিটার, মেন ফিউজ প্রভৃতির সহিত সংযোগ হইয়া মেন বোর্ড হইতে পজিটিভ ও নেগেটিভ তার দুইটি বিছাৎ শক্তি সরবরাহ লাইনে যাইবে । এই লাইন পূৰ্ব্বোক্ত মত জলের মধ্য দিয়া, ভূমির মধ্য দিয়া কিম্বা থামের সাহায্যে শূন্ত মার্গ দিয়া লইয়া যাওয়া হয়। তারগুলি বিভিন্ন অবস্থায় বিভিন্ন পথ দিয়া লইয়া তারের ইনস্থলেসান ও তার আটকাইবার

  • h Rr.- ھی۔ Fijiy