পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ヶ。 বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক সরঞ্জামও বিভিন্ন প্রকারের করিবার প্রয়োজন হয়। অতল জলের মধ্য দিয়া যে তার খাটান হয় তাঙ্গকে সাব-মেরিন কেবল : Submarine Cable)বলা যায় ! এই সাবমেরিন কেবল এর চিত্র পূর্দেষ্ট দেওয়া হইয়াছে। এই কেবল ছিড়িয়া না যায় সেই জনা উহার উপরের রবারের ইনস্কলেসানের উপর ষ্টিল তার দিয়া জড়াইয়া তৎপরে আবার উহাকে ভাল করিয়া রবার ইনসুলেট কৰিয়া উহার উপর,স্যাওত বা ড্যাম্প হইতে রক্ষা করিবার জন্য, সীসার কেসিং বা আবরণ দেওয়া যায়। এই কেবল ভাসমান খাম্ব বা বয়া’র সহিত আবদ্ধ থাকে যাহাতে জলের মধ্যে নির্দিষ্ট স্তর হইতে উঠিতে বা নামিতে না পারে। এই সমুদ্র মধ্যস্থ “সাবমেরিন क्रिय-८२७ কেবল” টেলিগ্রাফ প্রভৃতি লাইনের জন্যই ব্যবহৃত হইয় খুকে । সচরাচর ভূগর্ভ ( Underground ) চিত্র—৫২৩ ও শূন্ত भार्ग (Over head ) চালিত লাইনষ্ট বিদ্যুৎ প্রবাহ সরবরাহের জন্য বিশেষ প্রশস্ত ; যে কোম্পানীকে অনেক গ্রাহককে বিদ্যুৎ শক্তি সরবরাহ করিতে হয় এবং বড় বড় খরিদারকে নানা কারণ বশতঃ অধিক ভোলটেজের কারেন্ট সরবরাহ করিতে হয় দেই স্থলে সাপ্লাই কোম্পানী দুইটি মেন তার না লইয়া গিয়া তিনটি মেন তার খাটাইয়া থাকেন। লাইভলিহু ७ोIो८न्झट्टेन्द्रा ( Lightning Arrester ) :– ইহা শূন্তমাৰ্গ চালিত লাইনে ব্যবহৃত হয়। ইহা লাইন ও ঐ সংলগ্ন যন্ত্রাদিকে বজ্রপাত হইতে রক্ষা করে। ৫২৪ চিত্রে ইহার ব্যবহার দশিত হইল ।