পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wOS) ъ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA S SAAAS AAAAA AAAA S ফিতা দ্বারা আচ্ছাদিত করিয়া পূৰ্ব্বে যে পরিমাণে রোধিত ছিল সেট পরিমাণে রোধিত করিতে হয় যাহাতে কোন প্রকারে ঐ স্থান দিয়া লীক না ঘটে। এস্থলে বিশেষ সাবধান হওয়া প্রয়োজন যেন ফিতার বা তারের উপরিস্থ f3–dరిd বুনানের কোনরূপ স্বতাবাহির হইয়া না থাকে, কারণ তদ্বারা স্যাওতা যাইতে পারে ও লীক ঘটিতে পারে। তজ্জন্য সংযোগস্থলের উভয়দিকে ১ ইঞ্চি পরিমিত স্থান হইতে বুনান উঠাইয় দিতে হয়। প্রত্যেক সংযোজন যেন বেশ দৃঢ় ও স্থায়ী হয় এবং তাঙ্গ জয়েণ্ট বক্সের মধ্যে রাখা হয়। জয়েন্ট বক্সের বাহিরে যেন নগ্ন তার ( Bare wire ) না থাকে। পজিটিভ ও নেগেটিভ উভয় তারের সংযোজন যেন নিকটবৰ্ত্ত না হয়, যেন প্রায় ১ ফুট তফাতে থাকে । 'জক্সেণ্ট বক্স (Joint box ) –এগুলি চীনামাটর ক্লিটের মত ফুট অংশে গঠিত । এক অংশ সংযোগস্থলের নিম্নদিকে ও অপর অংশকে উপর দিকে দিয়া সংযােগস্থলকে আবৃত করা হয়। কেসিনহ ও ক্লিচটচ ( Casing & Clit ) —তারগুলি যাহাতে বহুকাল স্থায়ী হয় তজ্জন্ত উহাদিগকে কেসিংএর মধ্যে দিয়া লইয়া যাওয়া হয় । কেসিং সীসার পাইপ বা ১২ – ২ ইঞ্চি চওড়া পাতলা কাঠের ফালি দ্বারা প্রস্তুত । এই কাষ্ঠে —১ ইঞ্চি ব্যবধানে তারের স্থলতানুযায়ী দুষ্টটি লৰা লৰি গাজ কাটা থাকে। এই খাজে তার বসান হয় এবং তাছার উপর আর একটি পাতলা কাঠ দিয়া স্কু দিয়া অভ্যাটিয়া দেওয়া হয়। এই কেসিং এদেশে সচরাচর সেগুন কাষ্ঠে প্রস্তুত এবং ইহাকে গালার বাৰ্ণিশ