পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক '8 • ഫ്ലോ AAAAAA AAAA AAAA AAAA AAAS S ASAAAA AAAA AAASS আবখক নাই এবং কওইট সাশ্রয় হইল। লম্বা লম্বা বারাও ও সিড়ি প্রভৃতিতে পাখা বা আলোককে একাধিক স্থান হইতে পরিচালিত করিবার প্রয়োজন হয় । ৫৪৪ চিত্রে তিনটি সুইচ A, B, C দ্বারা পরিচর্য্য দশিত হইয়াছে। টানা রেখাগুলি সুইচের متنگ = চিত্র—৫৪৪ * 5.1کی অবস্থা ও ছিন্ন রেথাগুলি অপর অবস্থা নির্দেশ করিতেছে এবং চিত্রে আলোকগুলি প্রজ্জ্বলিত আছে। যে কোন সুইচের অবস্থা বদলাইয়া দিলেই উহার নিবিয়া যাইবে, তখন ৰে কোন সুইচের অবস্থা বদলাইলে উহার পুনঃ প্রজ্জ্বলিত হইবে । ৫৪৫ চিত্রে একটি পয়েণ্টকে দুই স্থান হইতে পরিচালিত করবার চিত্র—৫৪৫ ব্যবস্থা দর্শিত হইয়াছে। ইহাতে দৃষ্ট হইবে বামদিকে একটি সিঙ্গল-ওয়ে' (Single-way ) ও একটি ‘টু-ওয়ে এ্যাও অফ3 (Two way and off) সুইচ আছে। এই দুইটি সুইচই যদি “অফ” করা থাকে তাহা হইলে আলোকাদি জলিতে পারে ন, যাদ টু-ওয়ে সুইচটী অন’ করা থাকে এবং সিঙ্গল-ওয়ে স্বইচটী অফ করা থাকে তাহা হইলে অপরাপর স্বইচ দ্বারা সার্কিট পরিচালিত হইতে পারে কিন্তু সিঙ্গল-ওয়ে সুইচটী অন' করা থাকিলে অপর কোন স্নইচ शब्राहे अप्नाकानि नवान बाच्न न । ९१७ हिज -कএকটি টুওয়ে এ্যাও অফ সুইচ দ্বারা দুই ফিলামেন্ট -তী (হয়ত একটি ১ CP অপরটা ১৬ CP) আলোকের যে কোন ফিলামেণ্টকে ইচ্ছানুযায়ী প্রজ্জ্বলিত করা যায়। এই ব্যবস্থা হাসপাতাল প্রভৃতিতে क्रिय-é8९