পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃঞ্চবিংশ পরিচয় । assos.Toji če oivors (Power Plant) পূৰ্ব্বেই বল চষ্টয়াছে যে সওদাগরি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করিতে হইলে সেল বা ব্যাটারির দ্বারা"হওয়া অসম্ভব, সেই জন্ত ডায়নামে, অলটারনেটার প্রভৃতি দ্বার বৈদ্যুতিক শক্তির সরবরাহ করা হয় । যে সকল স্থানে বৈদ্যুতিক শক্তি সপবরাহকারী কোন কোম্পানী নাই সেই সকল স্থানে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের প্রয়োজন হইলে ব্যবহারকারিকে শক্তি প্রস্তুত করিয়া লইতে হইবে । পুৰ্ব্বেই বলা ঠষ্টয়াছে বৈদ্যুতিক প্রকাশ অপরাপর শক্তির অবস্থান্তর মাত্র এবং শক্তির এই অবস্থা ঘটাইবার জন্ত অনেক উপায় ও যন্ত্র প্রস্তুত হইয়াছে। ইতাদের মধ্যে কতিপয় যন্ত্র ব্যবসা সুত্ৰে সৰ্ব্ব উপায় অপেক্ষা কাৰ্য্যকরী। ইতারা ম্যাগনেটে, ডায়নামে। অণ্টারমেটার প্রভৃতি নামে অভিহিত হয়। এই সকল যন্ত্র চুম্বক বস্তার সহায়তায় বৈদ্যুতিক শক্তির সঞ্চার কুরা হেতু ইহাদের ইলেক্টে ম্যাগনেটিক ( Electo-Magnetic) জেনারেটার বলা যায়। এই ইলেক্টো-ম্যাগনেটিক জেনারেটরকে বৈদ্যুতিক শক্তির প্রকাশ করতে হইলে ইহাদের কোন কোন অংশকে চালনা করিবার প্রয়োজন হয় । এই অংশ বা অংশ সকল চালনা করতে হক্টলে পৃথক শক্তির দ্বারা চলন গতির বিকাশ প্রথমে করিতে হয় এবং সেই চলনগতির দ্বারা ইহাদের অংশ বা অংশ সকল চালিত হয়,সেইজন্য এই ইলেক্টে ম্যাগনেটিক জেনারেটারকে প্রথম চালক বলা যায় না । এষ্ট জেনারেটরকে গতি দিতে হইলে, হয় কোন স্ট্রীপশক্তি দ্বারা না হয় কোন প্রাথমিক গতি সঞ্চারকারী কলের দ্বারা দিতে হয়। রীতিমত ভাবে কার্ষ্য লক্টতে হক্টলে জীবশক্তির দ্বারা একভাবে