পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক o 8X 8 ইহার অধিক ক্ষম ৰ’, প্রয়োজন হইলে যেখানে গ্যাস পাওয়া যায়, সেখানে গ্যাস ইঞ্জিন, নতুব।কেরোলিন তৈল দ্বারা চালিত ইঞ্জিন ব্যবহার হয়। দশের অধিক , ঘোটকের ক্ষমতা প্রয়োজন হইলে প্রায়ই ক্রুড অয়েল ইঞ্জিন বা সেমি ডিসেল ইঞ্জিন ব্যবহার করিলে ভাল হয়। ছোট খাট চিত্র –৫৬০ সহরে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করিতে হইলে αύιτ ৫• ঘোটক ক্ষমতা প্রয়োজন ক্রুড অর্ণেল ইঞ্জিনই সচরাচর ব্যবহার হষ্টয়া থাকে । কোন কোন বৈদ্যুতিক শক্তি সরবরাহকারী কোম্পানী সাকসন গ্যাস ইঞ্জিনও ব্যবহার করিয়া থাকে। আবার যদি ঐ শক্তি কোন কয়লা প্রধান দেশের জন্য প্রয়োজন হয়, তবে ষ্টীম ইঞ্জিন ব্যবহার হইয়া থাকে । * শক্তির চাহিদ ( Demand ) অনুসারে প্রাথমিক গতি প্রদায়ক যন্ত্র ও বিদ্যুৎ-উৎপাদক কল প্রস্তুত হয় । যেখানে অল্প শক্তির প্রয়োজন সেখানে ঐ কাৰ্য্য ছোট ছোট কল সকলের সাহায্যে হইতে পারে। আবার যেখানে চাহিদা অধিক সেখানে সুবৃহৎ কলেঞ্জ প্রয়োজন হয়। যেখানে শক্তিকে দূরে লইতে হয় ও সকল সময় চাহিদা সমভাব থাকে না, সেখানে অযথা-ব্য লাঘল করিবার জন্ত অন্যান্য উপায় ও অবলম্বন করিতে হয়। এখন আমরা সেই সকল বিষ। আলোচনা করিব ।