পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8? " বিদ্যুৎ-তত্ত্ব નિ ੋਡ਼ AMAAA AAAA SAAAAS AAASASASS শক্তির অপচয় = Cx R. --অতএব “C” কে পরিমাণে যত কম করিতে পারা যায়, শক্তির অপচয় ততই অল্প হয়। কিন্তু আবার অধিক চাপযুক্ত বিদ্যুৎকে গুহকার্ধ্যে ব্যবহার করা বড়ই বিপদজনক, সেইজন্ত অধিক তেজের বৈদ্যুতিক শক্তি প্রস্তুত করিয়া সেই শক্তিকে তার দ্বারা কাৰ্য্যস্থানে বহন করিয়া লঙ্গর পরে গৃহে গৃহে সরববাহ করিবার পূৰ্ব্বে ঐ শক্তির চাপকে নিরাপদে ব্যবহারোপযোগী করিয়া দিতে হইবে । অতএব এই কাৰ্য্য করিতে হইলে সরবরাহ স্থান হইতে আগত বিদ্যুৎ বেগ কমাইবার জন্য একটি অবলম্বন প্রয়োজন হয়, তাহাকে ব্যালান্সার বলা যায় । অল্টারনেটিং কারেণ্টকে ডাইরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টকে অণ্টারনেটিং কারেন্টে পরিণত করিতে হইলে একটি যন্ত্রের প্রয়োজন হয়, তাহাকে রোটারী কনভার্টার বলা যায়। এই যন্ত্রের এক প্রান্তে শ্লিপ-রিং ও অপর প্রাস্তে কমিউটেটার আছে । ডাইরেক্ট কারেন্টকে অণ্টারনেটিং কারেণ্টে লইতে হটলে কমিউটেটারের দিকে ডাইরেক্ট কারেণ্ট দিলে শ্লিপ-রিং হক্টতে অল্টারনেটিং কারেণ্ট পাওয়া যাইবে, এবং শ্লিপ-রিংএর দিকে অপ্টারনেটিং কারেন্ট দিলে কমিউটেটার হইতে ডাইরেক্ট কারেণ্ট পাওয়া যাইবে । ডাইরেক্ট কারেন্টের চাপ বা ভোণ্টেজ কমবেশী করিতে হক্টলে ব্যালান্সারের বা বুষ্টারের সাহায্যে হয়। অন্টারনেটিং কারেন্টের ভোল্টেজ কম বেশী কারতে হচলে ট্রান্সফরমারের সাহায্যে করা যায়। এখন দেখা যায় কাৰ্য্য হিসাবে উপরোক্ত যন্ত্ৰ সকলের সাহায্যে ইচ্ছামত বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা যায়। >sffS= =I=T=I=TfS æf=tfæÁff ( Supply System ) 1 পাওয়ার হাউস হইতে শক্তি সরবরাহ কার্য্যে ধাতব পরিচালকাদির মূল্যের দিকে লক্ষ্য রাখিতে হয়। সেইজন্ত সরবরাহ প্রণালী এরূপ হওয়া বিধেয় খেন তাহাতে তারের পরিমাণ ( ওজন ) কম লাগে। দুই তার প্রণালী –ইগ প্রধানতঃ চারি প্রকারের – ১। সিরিজ, ২। প্যারালাল, ৩ ! সিরিজ-প্যারালাল, ৪ । প্যারালাল-সিরিজ । २१ दि