পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8२ ● AMAMSAS SSAS SSASAS SSAS প্যারালাল সিরিজ প্রণালী ৪–৫৬৮ চিত্রে ইহ দৰ্শিত হইয়াছে। ইহাতে সিরিজে সংযুক্ত কতকগুলি আলোক বা মোটরের সমষ্টি প্যারালাল ভাবে সংযুক্ত। যে স্থলে লাইনের ভোল্টেজ একটি আলোক বা মোটরের ভোণ্টেজ অপেক্ষা অনেক অধিক তথায় ইহা ব্যবহার হয় । ফীডাৱে ভোল্টেজ পতন ৪— চিত্র—৫৬৮ ফিডারগুলি সাপ্লাই স্থান অর্থাৎ পাওয়ার হাউসের মুক্তচ-বোর্ড হইতে ডিf ষ্ট্রবিউটিং ষ্টেশন পর্য্যস্ত প্রবাহ সরবরাহ করে ; এবং অনেক সময়ে দৈর্ঘ্য খুব বেশী হয় । সুতরাং তাহীদের মধ্যে ভোণ্টেজ পতন হয়। ফিডারে ভেণ্টেজ পতন রদ করা আবশুক এবং সৰ্ববরাহের যে কোন প্রণালী এরূপ হওয়া উচিৎ যেন যে কোন ভাবে ডিষ্ট্রিবিউটিং পয়েণ্টগুলি একভাবে ভোণ্টেজ প্রাপ্ত হয়। তিল তার প্রণালী ৪—এই প্রণালীর প্রধান উদ্যে ৩াম্রের সাশ্রয়। যেহেতু তারের স্থলত প্রবাহের উপর নির্ভর করে, ভোল্টেজের উপর নির্ভর করেন, যথা যে তার ১• ভোণ্টের ৩ অম্প প্রবাহ বহন করিতে পারে, তাহ ১•,••• ভোণ্টের ও ৩ আশ প্রবাহ বহন করিতে পারবে এবং যেহেতু বৈদ্যুতিক ক্ষমতা প্রবাহ ও ভোল্টেজের গুণফল (Ex C) সুতরাং স্পষ্টই দেখা যার তারের স্থূলতা (অতএব প্রবাহ) ঠিক রাশিয়া ভোণ্টেজ বৃদ্ধি দ্বারা তারের মধ্য দিয়া বাহিত ক্ষমতার পরিমাণ পরিবদ্ধিত করা যাইতে পারে । এইজন্ত সকল সময় যথা সম্ভব অধিক ভোল্টেজ বিশিষ্ট প্রবাহ সরবরাহের বন্দোবস্ত করিতে হয় । ইহার আর একটি মুবিধ, সরবরাহ শক্তির তুলনায় ফিডার বা মেনে উত্তাপ জনিত শক্তির (CPR) অপচয় ও কম হয়। ইনক্যাণ্ডিসেণ্ট (কাৰ্ব্বন ফিলামেণ্ট) আলোগুলিতে সচরাচর ২২০ ভোণ্ট চাপ প্রয়োজন হয় এবং প্রত্যেক