পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুড়বিংশ পরিচয় ।

  • Tatētācāfēs =stca-taa (Alternating Currents) :

আমরা জানি যে বিদ্যুৎশক্তি প্রস্তুত কারক কল প্রথমে অলটারনেটিং প্রবাহ প্রস্বত করে সিমেন্স “H” আমে চারে শ্লিপ-রিং দ্বারা বিদ্যুৎশক্তি প্রবাহি৩ করাইলে ইঙ্ক অবগত হওয়া যায়। এই প্রবাঙ্গকে কমিউটেটার নামক অবলম্বনের দ্বারা কন্টিনি উয়াস বা ডাইরেক্ট কারেন্টে পরিণত করা যায় । আমরা এখন এই অলটারনেটিং কারেন্টের গুণাগুণ প্রভৃতি লক্ষ্য করিব ও উহার প্রস্তুতকারক বিশেষ যন্ত্র ও তাছাদের কার্য্যাবলীর বিষয় আলোচনা করিব। কন্টিনিউয়াস কৰেন্টের তিনটি বিষয় লক্ষিত হইয়াছিল, যথা— ১ । উত্তপ্ত ও আলোকিত করিবার শক্তি । ২ । চুম্বক করিবার শক্তি । ৩। ইলেক্টোলিসিস করিবার শক্তি। এই অলটারনেটিং কারেণ্ট দ্বারা উত্তপ্ত ও আলোকিত করিবার শক্তি ঠিক কণ্টিনিউয়াস কারেন্টের স্তায় প্রকাশ পায়। কিন্তু চুম্বকত্ব বা ইলেক্টোলিসিস করিবার সময় উপায়াস্তরের প্রয়োজন হয় । অলটারনেটিং কারেন্ট দ্বারা আলোক জালাইতে ঐ কারেন্টের অলটারনেসান অন্ততঃ মিনিটে ৩• • • অর্থাৎ প্রতি সেকেণ্ডে ৫ • হওয়৷ চাই। ইহার কম হইলে আলোকের তেজ পুন:পুন: কম বেশী হইবে অর্থাৎ কম্পনশীল হইবে এবং ঐ আলোকে কাৰ্য্য করা কষ্টকর হয় ও চক্ষুপীড়া হয়। আর্কল্যাম্প ও অলটারনেট কারেন্ট দ্বারা প্রজ্জ্বলিত হক্টতে পারে, কিন্তু বিশ্বেত্ব এই যে কন্টিনিউয়াস কারেণ্ট ব্যবহার করিলে যেমন + কাৰ্ব্বনটি শীঘ্র ক্ষয়প্রাপ্ত হয়, অলটারনেটিং কায়েণ্টের বেলায় সেরূপ হয় না, উভয়েই সমান