পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8 ՀԵ, ভাবে ক্ষয়প্রাপ্ত হয় । কারণ প্রত্যেকেই পর্যায়ক্রমে + ও— হইতে থাকে। আবার কটিনিউয়াস কারেন্টের বেলায় যেমন প্রত্যেক আর্ক ল্যাম্পে প্রায় ৫.৬ ভোল্ট চাপ প্রয়োজন হয়, অলটারনেটিংএর বেলায় কেবলমাত্র প্রায় ২৫-৩০ ভোলাট চাপ প্রয়োজন হয়। ক্ষীণোজ্জল ন হইয়া সমভাবে জ্বলিতে গ্লো-ল্যাম্পে যেমন মিনিটে প্রায় ৫০টা স্পন্দন প্রয়োজন হয়, আর্ক ল্যাম্পের বেলায় কিন্তু প্রায় মিনিটে ১০০ স্পন্দনের কমে হয় ন । চুম্বক স্বচের উপর কন্টিনিউয়াস কারেন্টের ন্যায় অলটারনেটিং কারেন্টেরও স্বচকে ঘুরাইয়া দেওয়া ফল আছে, তবে কণ্টিনিউয়াস কারেন্ট একইদিকে বহে বলিয়া চুম্বক স্থচ একইদিকে ঘুরিয়া থাকে, আর অলটারনেটিং কারেন্ট পৰ্য্যায়ক্রমে একবার একদিকে তৎপরে বিপরীত দিকে বহে বলিয়া চুম্বকহুচও পৰ্য্যায়ক্রমে একবার একদিকে তৎপরে বিপরীত দিকে ঘুরিয়া যায়। প্রবাহের স্পন্দন হার কম হইলে (সেকেণ্ডে ২ তিনটি) চুম্বকও ধীরে ধীরে ছলিতে থাকিবে। তখন চুম্বকের দোলন দর্শন সাধ্য হইবে, আর প্রবাহের স্পন্দন হার অধিক হইলে ( সেকেণ্ডে ২০৩০টি) চুম্বক এত দ্রুত আন্দোলিত হয় ( অল্পস্থানের মধ্যে ) যে উহার দোলন সুস্পষ্ট পরিলক্ষিত হয় না, কেবলমাত্র উতাকে কম্পিত হইতে দৃষ্ট হয়। রোধিত কয়েল পরিবেষ্টিত লোহের উপর কণ্টিনিউয়াস কারেন্টের দ্যায় অলটা নেটিং কারেন্টেরও চুম্বককরণ ফল, আছে—লোইটি চুম্বকীভূত হয় ও অন্ত লোহকে আকর্ষণ করিয়া ধরিয়া রাখে। কিন্তু অলটারনেটিং কারেন্টের এতদ্ব্যতীত দুইটি অতিরিক্ত ফল দৃষ্ট হয়। ১ । তীক্ষ শব্দ হয়। ২। চুম্বকীভূত ও আকৰ্ষিত উভয় লেীহট অত্যন্ত গরম হয়। শব্দ হটবার কারণ এই যে, প্রবাহ, একদিকে বহিয়া বহিতে মাঝে বন্ধ হয় ও * তৃৎপরে বিপরীত দিকে বহিতে আরম্ভ করে। দিক পরিবর্তনের প্রাক্কালে প্রবাহ বন্ধের সময় চুম্বকত্ব নাশ হয় ও তখন লৌহটি আর আকৃষ্ট হয় না। অতএব উদ্ধা পড়িয়া যাইতে থাকে, কিন্তু ক্ষণমধ্যে বিপরীত প্রবাহ দ্বার