পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8Oe প্রাপ্ত হয়, স্বতরাং প্রত্যেক ইলেক্ট ডি দ্বারা সম পরিমাণে উভয় প্রকার আয়ন উৎপাদিত হয়। যথা—জলের ইলেক্টোলিসিন করিলে প্রত্যেক ইলেক্টোডের উপর H , o, গ্যাস ( জলের উপাদানের পরিমাণে ) নিঃস্থত হইবে। অতএব অলটারনেটিং কারেন্ট দ্বারা বিভিন্ন আয়ন বা উপাদানগুলিকে পরস্পর হইতে পৃথক করা অসম্ভব। অতএব স্পষ্টই দেখা যাইতেছে অলটারনেটিং প্রবাহ দ্বারা আকুমুলেটার চার্জ করা যায় না । দ্রষ্টব্য :–অলটারনেটিং কারেন্টের স্পন্দন হার খুব অধিক হইলে ( সেকেণ্ডে শতাধিক) কোন প্রকার চুম্বক বা রাসায়নিক ফল দৃষ্ট হয় না। কারণ তখন লৌহ বা ইলেক্টেলইটের অনুগুলি অলটারনেটিং কারেন্টের পর্য্যায়ক্রমে বিপরীত ফল অনুযায়ী নিজেদের অবস্থাকে এত দ্রুত পরিবৰ্ত্তিত করিতে পারে না । অলটারলেটিং করেণেটর সম্ভাবন গুণ। কটিান ইয়াস কারেন্ট ও অলটারনেটিং কারেন্টের সোসাদৃত ফলগুলি উল্লেখ করা হইল। এখন অলটারনেটিং কারেন্টের বিশিষ্ট ফল দর্শিত *#3, gol—"Issa sol” (Induction effect) | কতকগুলি চাকতি বা তার দ্বাদ প্রস্তুত ( ল্যামিনেটেড ) একটি লৌহ দওকে একটি কয়েলের মধ্যে রাখিয়া ঐ কয়েলের উপর একটি ধাতব বলয় স্থাপিত করিয়া, কয়েলের মধ্যে দিয়া অলটারনেটিং প্রবাহ দিলে দৃষ্ট হইবে বলয়টি • উপরদিকে উঠিয় পড়ে এবং যতক্ষণ প্রবাহ বহে ইহ শূন্তে আধারহীন অবস্থার অবস্থান করে চিত্র ৫৭৬ । আরও দৃষ্ট হয় ৰেলোহাও ও বলয় উভয়েই গরম হইয়া উঠে । ইহা হইতে এই প্রতীয়মান হয় ষে বলয়ের মধ্যে প্রবাহ সম্ভাবিত হয়। এই সম্ভাবিত চিত্র—৫৭৬ প্রবাহের দিক বলয়ের গতির দিক হইতে পাওয়া যায়। যেহেতু বলে হইতে বল নিক্ষিপ্ত হয় এবং বিপরীত দিকে বহমান দুষ্ট সুসান্তরাল প্রবাহের মধ্যে নিক্ষেপণ হয়, অতএব তাহার বিপরীত দিকে হয়, অর্থাৎ কয়েলের মধ্যে কারেন্ট, যখন ক্লক-ওয়াইজ, এবং কয়েলে যখন এন্টিক্লক-ওয়াইজ, বলয়ে তখন ক্লক-ওয়াইজ হয় । ৫৭৭ চিত্রে