পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক כלסא8 S AAAAAS AAAAA AAAA SAAAAASA SAAAAS AAAAAS AAAAA AAAAS AAAAA AAAA AAASS ベー ANA X ইহা দর্শিত হইয়াছে, টানা রেখা

  • s é 六 ** → P. P. কয়েলের মধ্যে প্রদত্ত কারেন্ট = 4\U ‘..... বা প্রাইমারী কারেণ্ট ও ছিন্ন রেখা

5िख-4११ S. S, বলয়ের মধ্যে সম্ভাবিত কারেন্ট বা ইণ্ডিউসড কায়েণ্ট । কয়েলের মধ্য দিয়া প্রবাহ বহিতে থাকিলে লৌহটি চুম্বকীভূত হয় । লৌহের মধ্যে ( সুতরাং কয়েলের মধ্যে ) বলরেখা উৎপন্ন হয়। কন্টিনিউয়াস কারেণ্ট হইলে প্রবাহ একই দিকে সমতেজে বহিতে থাকে সুতরাং বলরেখাগুলি সমপরিমাণে একই দিকে হয় বলিয়া সম্ভাবন ঘটে না। কিন্তু অলটারনেটিং প্রবাহ হইলে প্রবাহের দিক ও পরিমাণ পরিবর্তিত হইতে থাকে। এবং যেহেতু এই পরিবর্তনশীল বলরেখা পরিচালক বলয়ের মধ্য দিয়া যাইতেছে, ঐ বলয়ে ই, এম, এফ, সম্ভাধিত হয় ও বলয়ের বৈদ্যুতিক পথ সম্পূর্ণ বলিয়া উহাতে প্রবাহ বহে। “লেঞ্জেলল” বা “বৈদ্যুতিক জড়তা" অনুসারে দৃষ্ট হইবে বলয়ের প্রবাহ ( বা ই, এম. এফ ) সর্বদা কয়েলের প্রবাহ ( বা ই, এম, এফ ) র বিপরীত্ব হইবে, এবং বলয়ের মধ্যে সম্ভাবিত প্রবাহের পরিবর্তন হার কয়েলের প্রবাহের পরিবর্তন হারের সমান হইবে। যেমন বলয়টির মধ্যে বলরেখার পরিবর্তন হইতে থাকে, সেইরূপ কয়েলটির নিজের মধ্যেও হইতে থাকে, হুতরাং কয়েলের মধ্যে সৰ্ব্বদা বিপরীত ঈ, এম, এফ, সম্ভাবিত হয়, যেমন মোটরের আমেচারে হয়। ইহাকে ব্যাক ই, এম, এফ বলে । এই স্বীয় সম্ভাবিত বিপরীত ই এম, এফ, ( ব্যাক ঔ, এম, এফ, ) হেতু প্রযুক্ত ই, এম, এফ, একেবারে নষ্ট হইতে পারে না, কারণ তাহা হইলে মোটেই প্রবাহ বহিবে না ও বলরেখা পাওয়া যাইবে না, অর্থাৎ লৌহটি চুম্বকীভূত হইবে না। যেমন মোটরের বেলায় হয়, ঠিক সেইরূপ ব্যাক ইৈ এম, এফ, সৰ্ব্বদা প্রাইমারী ই, এম, এফ, অপেক্ষা কম থাকে । বলা বাহুল্য লৌহখণ্ডটির মধ্যেও বলরেখার পরিবর্তন হয় এবং উক্ত প্রকার অলটারনেটিং