পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ৪ ৩২ C S C S SAAAS AAAA S S AAAAAMS SSAAAASAASAASAASAASAASAAAS ভোণ্টেজ ও প্রবাহ সন্তাবিত হয়, ইহাকে "এডি-কারেন্ট বলে । এই জন্তই লৌহটি গরম হইয় উঠে। এই উত্তাপ হ্রাস করিতে হইলে উহাকে একথও নীটে লৌচদ্বারা গঠিত না করিয়া কতকগুলি তার বা চাকতিকে একত্রিত করিয়া গঠিত হয়। এরূপ লৌহখণ্ডকে ল্যামিনেটেড লৌহখও বলে, ইহ পূর্বেই বলা হইয়াছে। যেহেতু অলটারনেটিং কারেন্টের পরিবর্তন হার অত্যন্ত অধিক, বলরেখা পরিবর্তনের স্থার সম্ভাবিত ভোল্টেজ পরিমাণ খুব অধিক হয়। অতএব এড-কারেন্টকে কম রাখিতে হইলে কন্টিনিউয়াস কারেন্টে যেরূপ পাতলা পাত ব্যবহৃত হয়, অলটারনেটিং কারেন্টের বেলায় তদপেক্ষা অধিক পাতলা পাত ব্যবহার করিতে হয়, যথা, কন্টিনিউয়াস করেণ্টে আমেৰ্চারের পাত •২ ইঞ্চি পুরু হয়, অলটারনেটিং কারেণ্ট হইলে উঠা ‘০১ ইঞ্চি, এমন কি ‘০০৮ ইঞ্চি পৰ্য্যন্ত পাতলা হয়। 57t-of-Fotsitoi ( Transformer ) :—অলটারনেটিং কারেন্টের সম্ভাবনী ক্ষমতা পরি বৰ্ত্তক' বা ট্র্যান্সফরমার প্রস্তুত করণে বিশেষ সহায় হয়। কন্টিনিউয়াস কারেণ্ট হইলে বলরেখা পরিবর্তনের উদ্দেশ্যে প্রবাহ পুনঃ পুনঃ বন্ধ করিবার নিমিত্ত ( যথা চণ্ডাকসান কয়েল ও ম্যাগনেটোতে ) যেমন কোন অংশের চালনা বা ঘূর্ণনের প্রয়োজন হয়, অলটারনেটিং কারেণ্টের বেলায় প্রবাহ স্বভাবতঃই পরিবর্তনশীল বলিয়া ট্র্যান্সফরমারের চিত্র—৫৭৮ মধ্যে কোন অংশের গতি প্রয়ো গন হয় না। ৫৭৮ চিত্র অনুযায়ী যদি একটি চতুষ্কোণ লৌহদণ্ডের দুই