পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

838. বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক SAAAAA AAAA AAAAMAMAAASAAAA কারেন্টের পরিমাণ ও দিক যেমন পরিবর্তনশীল, স্বীয় সম্ভাবনের ই, এম, এফ, এরও পরিমাণ ও দিক পরিবর্তনশীল। সুতরাং অল্টারনেটিং কারেন্টের দ্যায় স্বীয় সম্ভাবনের ই, এম, এফ, তরঙ্গের স্তায় রেখার দ্বারা নির্দিষ্ট হয়। তবে অল্টারনেটিং কায়েন্ট যখন গরিষ্ঠ ও লঘিষ্ট (বিপরীত C/ I,\ to দিকে গরিষ্ঠ ) হয়, স্বীয় সম্ভাবনের ই, এম, এফ, তখন গরিষ্ঠ ও লঘিষ্ট হয় না বা কারেন্ট যখন শূন্তে পরিণত চিত্র-৫৮৩ হয় স্বীয় সম্ভাবনের ই, এম, এফ, তখন শুষ্ঠ হয় না। কারেন্টের গরিষ্ঠ, শূন্ত ও লঘিষ্ট হওয়ার সহিত স্বীয় সম্ভাবনের ই, এম, এফ, এর গরিষ্ঠ, শূন্ত ও লঘিষ্ট হওয়ার মধ্যে কিছু সময় ব্যবধান থাকে, ইহাকে ফেজ ডিফারেন্স, বলে। এখন ফেজ ডিফারেন্সের কারণ দেথা যাউক ।7_T ৫৮৬ চিত্রে তরঙ্গের মত C C রেখাটি অলটারনেটিং কারেন্ট নির্দেশ করিতেছে। প্রবাহের চৌম্বক রাজ্য প্রবাহের সহগামী অর্থাৎ প্রবাহ গরিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গে রাজ্যতেজ সৰ্ব্বাপেক্ষা প্রখর হয়, প্রবাহ শূন্ত হইবামাত্র রাজ্যতেজ নাশ হয় ও প্রবাহের দিক পরিবর্তনের সহিত রাজ্য বিপরীত হইয়া যায় এবং প্রবাহ লঘিষ্ট অর্থাৎ বিপরীত দিকে গরিষ্ঠ হইবামাত্র রাজ্য তেজ বিপরীত দিকে সৰ্ব্বাপেক্ষ গরিষ্ঠ হয়। স্বীয় সম্ভাবনের ই. এম, এফ, সম্ভাবক প্রবাহ ( Primary Current ) তেজ বা রাজ্যতেজের উপর নির্ভর করে না, রাজ্যতেজ পরিবর্তন হারের উপর নির্ভর করে—ইহা রাজ্যতেজ পরিবর্তন চারের আমুপাতিক। এখন ৫৮৩ চিত্র হইতে দৃষ্ট হইবে সম্ভাবক প্রবাহ c যখন গরিষ্ঠ বা লঘিষ্ট, তখন কিয়ৎকালের নিমিত্ত Cএর পরিমাণ প্রায় সমভাব থাকে, সুতরাং মূল্যতেজের পরিবর্তন ঘটে না। অতএব এই অবস্থায় স্বীয় সস্তাবনের ই, এম, এফ, পূত হয়। ধখন•C° শূন্তে পরিণত হইয়া বিপরীত দিকগামী হয়, সেই সময় Cএর পরিবর্তন হার সৰ্ব্বাপেক্ষ অধিক, সুতরাং রাজ্যতেজেরও পরিবর্তন হার এই অবস্থায় XTS