পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-£ ©ዓ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ওয়াট দ্বারা পরিমিত হয়, তবে ইহাতে চাপ ও প্রবাহ উভয়ে পরিবর্তনশীল বলিয়া অল্টারনেটিং কারেন্ট সার্কিটের শক্তি বলিতে কোন নির্দিষ্ট শক্তিকে বুঝায় এবং তাহা তৎকালীন ভোল টকে তৎকালীন ‘আম্প’ দিয়া গুণ করিলে পাওয়া যায়। পূৰ্ব্বেই দৃষ্ট হইয়াছে যে ভোলটেজ ও কারেন্টের মধ্যে ফেজের এক-চতুর্থাংশ পিরিয়াড পার্থক্য হইলে ভোলটেজ যখন গরিষ্ঠ, কারেন্ট তখন শূন্ত ও কারেন্ট যখন গরিষ্ঠ, ভোলটেজ তখন শূন্ত,অতএব এই সকল সময়ে ওয়াট = ০। অতএব ফেজ ডিফারেন্স এক-চতুর্থাংশ পিরিয়াড হইলে সার্কিটে শক্তি (ওয়াট হি: ) সৰ্ব্বাপেক্ষা কম, ফেজ ডিফারেন্স যত অল্প হইবে শক্তি ততই অধিক হইবে, ফেজ ডিফারেন্স কিছুই না থাকিলে— অর্থাৎ গরিষ্ঠ ভোলটেজের সময় গরিষ্ঠ কারেন্ট ও শুষ্ঠ ভোলটেজের সময় শূন্ত কারেন্ট হইলে—সৰ্ব্বাপেক্ষ অধিক শক্তি পাওয়া যায়। টান্সফমারের ভারহীন অবস্থায় যদি অনুমান করা যায় যে কেবলমাত্র চুম্বককরণার্থে যৎসামান্ত প্রবাহ বহে, তাহ হইলে সার্কিটে তখন কিছুই শক্তি ( ওয়াট ) নাই। ভোল্‌টেজ হইতে পিকি-পিরিয়াড ব্যবহৃত চুম্বককর কারেন্টকে ওয়াটহীন বা 'ওয়াটলেস (Watt-less ) কারেণ্ট বলে । সুতরাং ভারহীন টান্সষ্টমারে ওয়াটলেস কারেন্ট বহে। যে কারেন্টের ভোলটেজ.হইতে ফেজের ব্যবধান বা ডিফারেন্স নাই, সুতরাং যাহা হইতে সৰ্ব্বাপেক্ষা অধিক শক্তি পাওয়া যায়, তাহাকে ওয়াটু-কারেন্ট বলে—‘ওয়াট-কারেণ্ট' 'ওয়াটলেস কারেন্টের ঠিক বিপরীত, কার্যকরী ভোল্‌টেজকে তৎকালীন আম্প স্বারা গুণ করিলে পাওয়া যায় ( স্বীয় সম্ভাবনহীন সার্কিটে ঠিক এইরূপ)। আদেী স্বীয় সম্ভাবন নাই এরূপ সার্কিট অনুমান ব্যতীত কাৰ্য্যতঃ অসম্ভব, তবে হয়ত স্বীয় সম্ভাবন অতি ఇ-aTTP বিশিষ্ট সার্কিট । ট্রান্সকমারের সেকেণ্ডারী কয়েলের সহিত কতকগুলি 'গ্লোল্যাম্প সংযুক্ত • হইলে প্রায় কেবলমাত্র ওয়াট কারেণ্ট সেকেণ্ডারীর মধ্য দিয়া প্রবাহিত হয়। প্রাইমারী কয়েলে চুম্বককর ওয়াটলেস, কারেন্ট ( যাহা সেকেণ্ডারী ,