পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক - এই যন্ত্রে কোন সময় ঘূর্ণনক্ষম কয়েলটি স্থির কয়েল দ্বারা ৰে বলে । আকৰ্ষিত বা নিক্ষিপ্ত হয় তাহা তৎকালীন যুগপৎ ভোল্‌টেজ ও কারেন্টের গুণফলের উপর নির্ভর করে, সুতরাং ইহা দ্বারা তৎকালীন শক্তি ( ওয়াট ) সঠিক পরিমিত হয়, যথা, ভোলটেজ ও কারেণ্ট যদি একই ফেজে থাকে অর্থাৎ উহাদের মধ্যে যদি ফেজের ব্যবধান না থাকে ( যেমন একটি গ্লেল্যাম্পের সহিত সংযুক্ত করিলে প্রায় এইরূপ অবস্থা প্রাপ্ত হওয়া যায় ) তাহা হইলে উক্ত ওয়াটমিটার দ্বারা দর্শিত ওয়াট পরিমাণ হট-অয়ার আমমিটার ও ভোল্টমিটার দ্বারা পরিমিত আম্পেয়ারেজ ও ভোলটেজের গুণফলের সহিত প্রায় মিলিয়া যায়। যথা, আমমিটারে ২ আম্প ও ভোল্টমিটারে ৫•• ভোলট দর্শিত হইলে ওয়াট মিটারে প্রায় ১•• ওয়াট দর্শিত হয় । কিন্তু যদি সিকি পিরিয়ড ফেজের ব্যবধান হয় তাহা হইলে আমিমিটারে ২ আম্প ও ভোল্টমিটারে ১•• ভোল্ট দর্শিত হইবে বটে, কিন্তু ওয়াটমিটারে • ওয়াট দর্শিত হইবে। আম্পx ভোলটকে এপারেন্ট ওয়াট ( Apparent watt) বলে এবং ওয়াট মিটার দ্বারা দর্শিত ওয়াট পরিমাণকে রয়েল’ বা ‘এফেকটিভ ওয়াট (Real or effective watt) বলে। এপারেন্ট ওয়াটের সহিত এফেকটিভ ওয়াটের সম্বন্ধ হইতে ফেজের y এফেকটিভ ওয়াট f ত্রপারেন্ট ওয়াট ভগ্নাংশকে “পাওয়ার ফ্যাক্টর’ ( Power factor ) বলে এবং ইহা ফেজ ব্যবধান কোণের কোসাইনের (Cosine) সহিত সমান । এষ্ট ‘কোণকে এফেকটিভ ওয়াট ত্ৰপারেন্ট ত্তয়াট ব্যবধান হিসাব করিয়া লওয়া যাইতে পাবে। এহ যদি a ধরা যায় তাহা হইলে—পাওয়ার ফ্যাক্টর = = Cos a সম্ভাবন বা ইগুকিসান হীন পথে ফেজ ব্যবধান ০, সুতরাং পাওয়ার ফ্যাক্টার = Cos o= ১, আর যে পথে ইওাকসান ঘটে তাহাতে পাওয়ার ফ্যাক্টার একের কম হয়, ফেজ ডিফারেন্স সিকি পিরিয়াড’ বা ৯০° হইলে: