পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ॐ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক পৃথক স্পর্শ (separate touch );—টেবিলের উপর শায়িত লৌহের মধ্যস্থলে দুইটি চুম্বকের বিপরীত মেরুদ্বয় বসাইয়৷ লৌহের উপর দিয়া ঘষিয়া দুই প্রান্তের দিকে মেরু দুইটিকে পৃথক করিয়া নিয়া লইয়া যাইতে হইবে ; পরে লৌহের শেষভাগদ্বয়ে উপস্থিত হইলে মেরুদ্বয়কে একম্পর্শের মত তুলিয়৷ চিত্র—৪৯ পুনরায় লৌহের মধ্যস্থলে বসাইয়। এইরূপে টানিতে হইবে। এক পিঠের উপর বারকতক এরূপ করিয়া লৌহটিকে উণ্টইয়া উন্টাপিঠে এরূপ করিতে হইবে । সাবধান যেন একই শেযভাগদিকে একই মেরু সব সময় টান হয়। এইরূপ করিলে লৌহটি চুম্বক হইবে এবং একম্পশের মত যে মেরু যে প্রস্তুকে শেষ স্পর্শ করে তখায় বিপরীত মেরু দৃষ্ট হইবে । §ed "toi (Double Touch):— টেবিলের উপর শায়িত লেীহটার যে هޚަހ কোন স্থানে দুইটি চুম্বকের বিপরীত মেরুদ্বয় 그--> ޝަހީޒ*— একসঙ্গে বসাইয় তাহাদিগকে পৃথক না - sos __7_}__ করিয়া লৌহটর উপর দিয়া ঘষিয়া একবার N_j لان is - - --- এক প্রান্ত পৰ্য্যন্ত, পরবারে উণ্টাদিকে অঙ্গ চিত্র-এt a প্রাস্ত পৰ্য্যন্ত এইরূপে বারকঙক, টানিতে হইবে। পরে লেীহটকে উণ্টাইয় উল্ট পিঠে বরকতক এইরূপ করিলেই লেীহটা চুম্বকে পরিণত হইবে। সাবধান যেন লৌহদীর একই প্রান্তে একই মেরু সৰ্ব্ব সময় থাকে। যে মেরু যে প্রাস্তে থাকে সেই প্রাস্তে বিপরীত মের স্বল্প হয়। দ্রষ্টব্য— চুম্বক করণে চুম্বকমেরুকে লৌহের উপর বধিতে হইবে কি লৌহকে ঘধিতে হইবে তাই স্ববিধ সাপেক্ষ। যথা—বিদ্যুৎ প্রবাহ জনিত চুম্বক ( Electro-magnet ) সাহায্যে চুম্বক করণে চুম্বককে নড়ন চড়ন কষ্টসাধ্য বলিয়া সচরাচর লোহকে চুম্বক মেকর উপর ঘষ হয়। আর লৌহকে কেবল টেবিলের উপর শারিত না করিয়া দুইটি চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের উপর শাল্পিত কমিলে চুম্বক করণ কাৰ্য্য খুব সরল হইয়া যায় । তবে লক্ষ্য রাখা কৰ্ত্তব্য যে গৌহের যে প্রাস্তে যে রূপ মেরু টান হইবে সেই প্রাস্তটা যেন সেরূপ মেরু এ উপর শারিত হয় । ভূ-চুম্বক watai ( By earth’s induction ) : —oft,