পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

800 e বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAA AAAA AAA AAAASASASS পাওয়ার ফ্যাক্টর = Cos ৯••= • । অতএব পাওয়ার ফ্যাক্টার জানা থাকিলে এয়াট মিটার ব্যতীরেকেও শক্তি বা ওয়াট পরিমিত হয়। রয়েল ওয়াট-এপারেন্টু ওয়াট+পাওয়ার ফ্যাক্টার। ফেজ-মিটার নামক যন্ত্র দ্বারা সোজাহাজ পাওয়ার ফ্যাক্টার মাপা বাইতে পারে, কিন্তু ইহা প্রায় ব্যবহার হয় না। উপরে যে ‘ওয়াট মিটার বর্ণিত হইল তন্দ্বারা একেবারেই ওয়াট পরিমিত হয় । অল্টারলেটার (Alternator) alwāsāsaid: witää উৎপাদক —অন্টারনেটিং কারেন্ট উৎপাদন পদ্ধতি পূৰ্ব্বেই বর্ণিত . হইয়াছে। তথায় দৃষ্ট হইবে যে, কয়েলের শেষভাগদ্বয়কে দুইটি শ্লিপ-রিং ( Slip ring) এর সহিত সংযুক্ত রাখিতে হয়। ঐ শ্লিপরিংস্থায় হইতে কাৰ্ব্বনবুরুষ দ্বারা বাহিরে প্রবাহ সরবরাহ হয়। ইহাতে কমিউটেটারের ন্তায় কোন অবলম্বন প্রয়োজন হয় না । অল্টারনেটিং কারেণ্ট উৎপাদক যন্ত্রগুলির মধ্যে কাহারও স্থির চুম্বক রাজ্যে কয়েল সমেত আমেৰ্চার ঘুরে আবার কোন কোন স্থলে কয়েল সমেত আমেচার স্থির থাকে, রাজ্যের চুম্বক ঘুরে। যে অংশটি ঘুরে তাহাকে ‘রোটার (Rotor) বলে ও যে অংশটি স্থির থাকে তাহাকে ‘ষ্টেটার’ ( Stator ) বলে । সুতরাং এই যন্ত্ৰসকল দুই প্রকারের হইতে পারে। ফিল্ড ষ্টেটার, আমেৰ্চার রোটার, বা ফিল্ড রোটার, আমেচার ষ্টেটার । রোটারী ( Rotary ) অর্থাৎ আবৰ্ত্তনকারী অংশটি ষ্ট্রেটার বা স্থির অংশের অন্তর্ভাগবত্তী হয়। সুতরাং ষ্ট্রেটর আমেচার’ ( বা রোটারী ফিল্ড ) বিশিষ্ট যন্ত্রের সুবিধা এই ষে আমেৰ্চারকে খুব বৃহদাকৃতি করা যায়; অতএব উহাতে প্রচুর কয়েল ব্যবহৃত হইতে পারে। কয়েল সংখ্য প্রচুর বলিয়া অধিক ভোলটেজ পাওয়া যাইবে এবং আমে চারের স্থিরাবস্থা হেতু প্রবাহ বাহিরে সরবরাহের নিমিত্ত শ্লিপ-রিং ও বুরুষের প্রয়োজন হয় না ; কয়েলের দুইমুখকে দুইটি ধাডুখণ্ডের সহিত সংযুক্ত রাখিয় ঐ ধাতুর্থওয়ে হইতে তারদ্বারা শুক্তি সরবরাহ হইতে পারে, স্বতরাং আমেচার ও তৎসংশ্লিষ্ট অংশাবলীর ইনস্কলেসানের কার্ধ্যাদি অতীব অনায়াল সাধ্য হয় ।