পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক s»ه . AAAAAA AAAASAAAA কfণ্টনিউয়াস কারেন্টে পরিণত সেন্টাল ষ্টেশনের শক্তির সহিত আকু- . মুলেটার চইতে শক্তি যোগদান করে। - সাব-ষ্টেশনে অল টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিণত করিববার নিমিত্ত দুইপ্রকার যন্ত্র ব্যবহার হয়, (১) মোটর-জেলারেডিাৱ—ইহাতে কুষ্টটি যন্ত্র থাকে, একটি অল টারনেটিং কারেন্ট মোটর ও তৎসংযুক্ত একটি কন্টিনিউয়াস কারেন্ট ডায়নামে, (২ ) { রোটারী-কনভার্টার-ইহা একটি যন্ত্র, ইহার আমেচিার ঘূর্ণনশীল এবং ঐ আমে চারের একদিকে শ্লিপ-রিং ও অপরদিকে কমিউটেটার থাকে । উভয়বিধ অবলম্বনে সিংক্রনাস-মোটর ব্যবহাৰ করা ' যাইতে পারে, ব্যাটারির প্রবাহ দ্বারা মোটরের আদিম গতি উৎপাদিত হয়। মোটর-জেনারেটরের বেলায়, ব্যাটারি হইতে প্রবাহ ডাইরেক্ট কারেন্ট ডায়নামোতে প্রযুক্ত হয়, ডায়নামে তখন মোটর ভাবে চালিত হইয়া সিংক্রনাস-মোটরকে চালিত করে, যখন সিংক্রনাস-মোটরের গতি অণ্টারনেটিং কারেন্টের স্পন্দন সংখ্যার সহিত মিলিয়া যায় তখন ঐ মোটরকে অলটারনেটিং কারেন্টের সহিত যোগ করিয়া দেওয়া হয়। তখন সিংক্রনাস মোটর ডাইরেক্ট কারেন্ট ডায়নামোকে চালায়। ইহাতে উহা অধিক । উত্তেজিত হয়, ই, এম, এফ, পরিবর্ধিত হয় ও ব্যাটারিকে চার্জ করে। মোটর-জেনারেটারের অংশৰ যে কোন তোল টেজের উপযোগী হইতে পারে, যথা—মোটরটি ১ ••• ৰু ১•••• তোল টের, ডায়নামোটি ৯১৬ ৰ ৪৪• ভোলটের প্রভৃতি হইতে পারে। কনভার্টার দ্বারা কিন্তু "হাইটেনসান’ ৰ অত্যাধিক ভোলটেজের অলটারনেটিং কারেন্টকে সোজাস্বজি লো-টেনসান’ ৰ অল্প ভোল্টেজের ডাইরেক্ট কারেন্টে পরিণত করা যায় না। ট্র্যান্সফর্মার দ্বারা প্রথমতঃ ছাইটেনসান অলটারনেটিং কারেন্টকে উপযুক্ত লে-টেনসান অলটারনেটিং করেণ্টে পরিণত করা হয়, পরে ইছ इहरङ cन-dननान छाश्रबड़े कारक यखङ रछ । उाशब कात्र१ ।।