পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ահ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8€ २ উল্লিখিত যন্ত্রগুলি যে কেবলমাত্র অলটারনেটিং কারেন্টকে কন্টিনিউয়াস কারেন্টে পরিণত করে, তাহী নহে, নিম্নলিখিত ভাবে ইহার কার্ষা করে (১) ডাইরেক্ট কারেন্ট দিলে অন্টারনেটিং কারেন্ট উৎপন্ন করিবে। (২) অন্টারনেটিং কারেন্ট দিলে ডাইরেক্ট কারেন্ট উৎপন্ন করিবে । (৩) ডাইরেক্ট কারেন্ট দিলে মোটরভাবে চলিবে । (৪) অণ্টারনেটিং কারেন্ট দিলে সিংক্রনাস মোটরভাবে চলিবে। (e) ইঞ্জিন দ্বার চালিত হইলে ডাইরেক্ট কারেন্ট উৎপন্ন করিবে । (৬) ইঞ্জিন দ্বার চালিত হইলে অণ্টারনেটিং কারেন্ট উৎপন্ন করিবে । (৭) ইঞ্জিন দ্বারা চালিত হইলে ডাইরেক্ট ও অন্টারনেটিং উভয় প্রকার কারেন্ট উৎপন্ন করিবে । (৮) ডাইরেক্ট কারেন্ট দিলে অণ্টারনেটিং কারেন্ট দিৰে ও কাৰ্য্য করিবে । (৯) অণ্টারনেটিং কারেন্ট দিলে ডাইরেক্ট কারেন্ট উৎপন্ন করিবে। কমিউটেটার-মোটর (Commutator Motor):— এখন দেখা যাউক কন্টিনিউয়াস কারেন্টের (কমিউটেটার বিশিষ্ট) মোটরকে অলটারনেটিং কাণ্টে দ্বারা চালান যায় কিনা। কন্টিনিউয়াস কারেন্টের বেলায় দেখা যায়, মেনে’র সংযোজন উণ্টাইয়া দিলে মোটরের ঘুর্ণনের ব্যঘাৎ ঘটে না, কারণ ইহাতে আমেচার ও ফিল্ড কয়েল উভয়ের মধ্য দিয়া প্রবাহের দিক যুগপৎ বিপরীত হইয়া যায়, স্বতরাং আমেচার পূৰ্ব্বের দিকেই ঘুরিতে থাকে। অতএব অলটারনেটিং কারেন্ট প্রযুক্ত হইলেও মোটরের ঘূর্ণনের ব্যাঘাৎ ঘটে না, কারণ কারেন্টের দিক পরিবর্তনের সহিত আমেৰ্চার ও ফিল্ড কয়েল উভয়ের মধ্যে কারেন্টের দিক যুগপৎ পরিবর্তিত হয়—সুতরাং মোটর সর্বদা একই দিকে ঘুরিবে, তবে ব্রাস দ্বারা সর্ট-সার্কিটেড কয়েলের মধ্যে প্রবাহের দিক পরিবর্তন কালে স্বীয় সম্ভাবন হেতু ব্রাস ও কমিউটেটারের মাঝে অত্যন্ত অগ্নিস্ফূলিঙ্গ ঘটে। বুলা বাহুল্য জলটারনেটিং কারেন্ট দ্বার চালাইবার উপযুক্ত কমিউটেন্টার মোটরের চুম্বক অংশকে নিরেট লেহে প্রস্তুত না করিয়া ল্যামিনেটেড লোহে প্রস্তুত করা বিধেয়।