পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক . . . مه ها 勞 SSASAS SSAAAASA SAASAASAA AAAS A SA SA AAAAAS AAASASASS উক্ত প্রণালীতে সিরিজ মোটর বেশ চলিতে পারে এবং অংশাবলীর কিছু পরিবর্তন করিলে, যথা—ফিল্ড কয়েল-ব্যতীত পোল-পিসের মুখে afte: No footatofor suffet” (Neutralizing winding) নামক কয়েল ব্যবহার করিলে এবং অগ্নিস্ফূলিঙ্গ রদের বিশেষ ব্যবস্থা করিলে ইহা একু ফেজের (Single phase) মোটররূপে মুচারুভাবে চলিতে পারে এবং ইলেকটিক রেলওয়েতে ব্যবহৃত হয়। সান্ট-মোটরের বেলায়—মেন’এ কারেন্ট ও ভোলটেজের দ্রুত হ্রাস বৃদ্ধি ও দিক পরিবর্তনের সহিত আমেচিারের মধ্যে হ্রাস বৃদ্ধি ও দিক পরিবর্তন দ্রুত ঘটিতে থাকে, কিন্তু সাণ্ট-ফিল্ড কয়েলে অধিক সংখ্যক গুটি থাকে বলিয়া উহাতে হ্রাস বৃদ্ধি ও দিক পরিবর্তন অতি ধীরে ধীরে হয়, ইহাতে রাজ্যের উত্তেজনার হ্রাস বৃদ্ধি ও দিক পরিবর্তন আত ধীরে ধীরে হয় এবং তাঙ্গ আযে চারের মধ্যে দ্রুত হ্রাস বুদ্ধি ও দিক পরিবর্তনের কিছু বাঘাৎ করে । এই কারণে ফেজের বিশেষ পার্থক্য ঘটে বলিয়া অতি অল্প ক্ষমতা উৎপন্ন হয় । এইজন্ত এইরূপ মোটর অলটারনেটিং কারেণ্টে ব্যবহার হয় না । ইণ্ডাকসান-মোটর। r এখন একটি নুতন রকমের মোটর বর্ণিত হইবে, ইহাকে ইণ্ডাকসান মোটর বা রাজ্য ঘুর্ণায়মান মোটর বলে। দেখা যাউক কি ভাবে ঘুর্ণায়মান রাজ্য উৎপন্ন হয়। যদি আড়াআড়ি ভাবে (অর্থাৎ ৯০° কোণ করিয়া ) দুইটি কয়েল থাকে এবং তাহাদের মধ্যে দিয়া অলটারনেটিং কারেণ্ট দেওয়া যায় এবং তাহাদের মধ্যে যদি সিকি-পিরিয়াড ফেজের পার্থক্য হয়, তাহ হইলে এই প্রকার প্রবাহদ্বয়ের সমন্বয়ে যে চুম্বক রাজ্য উৎপন্ন হয় তাহ ঘূর্ণায়মান হয়। এই ঘূর্ণায়মান চুম্বক রাজ্যের মাঝখানে একটি পরিচঞ্চক থাকিলে তাহাতে ই, এম, এফ, সম্ভাবিত হয়, এবং সম্পূর্ণ পথ পাইলে প্রবাহ বহে। এই প্রবাহের দিক এইরূপ হয় যেন রাজ্যের ঘূর্ণন বন্ধ হয় ।