পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ۔۔۔ --مے میے۔--------م۔۔۔۔۔۔۔۔"۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ দ্বাদশাংশ ঘুরাইয়া দিতে হইবে এইরূপে বহু বা পলিফেজ কারেন্টের যন্ত্র ব্যবহার হয় । দ্রষ্টব্য :- উপরে বিভিন্ন ফেজের মেরু সকলের মধ্যে ব্যবধান ‘কোণ” দ্বার পরিমিত হইয়াছে। মেরু সকলের মধ্যে কৌণিক ব্যবধান বলিতে কোন ফেজের কোন একটি মেরু ও তাহার বিপরীত দিকে তদীয় বিপরীত মেরুকে সংযোগ কৰিলে যে সরল রেখা হয় সেই প্রকার সরলরেখাগুলি । টানিলে পৃথক ফেজের সন্নিহিত রেখাদ্বয়ের মধ্যে যে কৌণিক’ ব্যবধান তাহাষ্ট মেরুদ্বয়ের মধ্যে ব্যবধান । এই নিমিত্ত মেরু সকলের মধ্যে ব্যবধান ‘কোণ দ্বারা প্রকাশিত হইয়াছে। উল্লিখিত ভাবে বহুসংখ্যক আমেচার না লইয়া বহু-ফেজ মোটরের ন্তায় একই আরমেচারে বিভিন্ন ফেজের জন্ত পৃথক পৃথক কয়েলের সেট ব্যবহার করিলে আরও সহজে বহু ফেজ কারেণ্ট প্রস্তুত হইতে পারে। এই উপায়ে দুই-ফেজ কারেণ্ট প্রস্তুত করিতে হইলে প্রতি ফেজের কারেন্টের জন্য দ্বি-মেরু যন্ত্রে দুইটি করিয়া মোট চারিটি কয়েল আবগুক এবং এক ফেজের কয়েলদ্বয়কে অন্ত ফেজের কয়েলদ্বয়ের সহিত ৯০° ব্যবধানে স্থাপিত করিতে হইবে। কন্‌সিকোয়েণ্ট মেরুবিশিষ্ট চারি-মেরু যন্ত্র হইলেও প্রতি ফেজে দুইটি করিয়া দুই ফেজে মোট চারিটি কয়েল আবগুক, কিন্তু এক ফেজের কয়েলদ্বয়কে অন্ত ফেজের কয়েলদ্বয় হইতে একদিকে ৪৫০ অপরদিকুে ১৩৫" ব্যবধানে স্থাপিত করিতে হইবে, কারণ চারি মেরুর পরস্পরের মধ্যে ব্যবধান ৯•', সুতরাং এক ফেজের কয়েল হইতে অপর ফেজের কয়েলের ব্যবধান ৪৫° হওয়া প্রয়োজন। আর যদি প্রতি.মেরুর জন্ত একটি - করি। কয়েল, এইভাবে চারি মেরুর জন্ত ঐতি ফেজে চারিটি করিয়া কয়েল থাকে, তাহ হইলে ع د هس-f83 স্পষ্টই দেখা যায়, এক ফেজের কয়েল চতুষ্টর হুষ্টতে অপর ফেজের কয়েল