পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক | e هو চতুষ্টয়ের ব্যবধান ৪৫° হষ্টবে। এই প্রকার ই-ফেজ কারেন্ট উৎপাদক “পলিফেজ” অল টারনেটার ৫৯e চিত্রে দর্শিত হইয়াছে, ইহাতে ১ চিহ্নিত ছিন্ন রেখা দ্বারা নির্দিষ্ট কয়েল চারিটি এক ফেজের, ২চিহ্নিত টানা রেখার দ্বারা নির্দিষ্ট কয়েল চারিটি অপর ফেজের । এই প্রণালী অনুযায়ী তিন-ফেজ কারেন্ট ও খুব সহজে প্রস্তুত হইতে পারে। ইহাতে স্থির আমে চারের লৌহটিতে তিনটি ফেজের জন্য তিনটি সেট পৃথক কয়েল থাকা প্রয়োজন । দ্বি-মেরু যন্ত্র হইলে, প্রতি ফেজে দুইটি করিয়া, মোট ছয়টি কয়েল থাকিবে এবং এক ফেজের কয়েল অপর ফেজের হইতে ৬০° ব্যবধান থাকিবে । চারি-মেরু' যন্ত্র হইলে, প্রত্যেক মেরু, কয়েল দ্বারা উৎপাদিত হইলে, প্রতি ফেঞ্জে চারিটি ধ্বরিয়া মোট বারটি কয়েল থাকিবে। আর কন্‌সিকোরেন্ট মেরু বিশিষ্ট হইলে, প্রতি ফেজে দুইটি করিয়া মোট ছয়টি কয়েল থাকিবে, এবং একফেজের কয়েল হইতে অপর ফেজের কয়েল ৩• • ব্যবধানে থাকিবে । অতএব এই সকল হইতে দেখা যায় যে বহু-ফেজ অল টারনেটারের স্থির আরমেচারের কয়েল বা খাজের সংখ্যা পরিবদ্ধিত করিতে হয় । উপসংহারে বলিয়া রাখা উচিৎ এক-ফেজু যন্ত্র অপেক্ষা বহু-ফেজ যন্ত্রের কার্য্যকারিত অধিক, দেখা গিয়াছে এক-ফেজ ভাবে বেষ্টিত (কয়েল) যে যন্ত্র ৭০৮• “কিলোওয়াট” ক্ষমতা উৎপন্ন করে তাহ বহুফেজ ভাবে ১০০ “কিলোওয়াট" পর্য্যন্ত ক্ষমতা দিতে সক্ষম হয় । 竇 বহু-ফেজ কারেণত সনৱবল্লাহ ঃ- বহুফেজ অলটারনেটারের কারেন্ট সম-বহু-ফেজ মোটরে প্রযুক্ত হইলে অল টারনেটারের এক এক ফেজের কয়েলকে মোটরের এক এক ফেজের কয়েলের সহিত পৃথক ভাবে সংযুক্ত করা যাইতে পারে। ইহাতে প্রত্যেক ফেজের কয়েলের জন্ত দুইটি করিয়া “মেন” ( তার ) প্রয়োজন হইবে, যথা দুই-ফেজে চারিটি, চিত্র ৫৯৬, তিন-ফেজে ছয়টি, চিত্র ৫৯৭ ।