পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিদু'হ-তত্ত্ব শিক্ষক S * o বল এর ১ সেমি দূরত্ব স্থানচুতি ঘটিলে যে কাজ হয়। কিন্তু ইহা অত্যন্ত ছোট বলিয়া ইহার ১• • গুণকে একক ধরে ও তাহাকে জুল’ (joule ) বলে। কোন ব্যক্তি কোন বস্তুর উপর বল প্রয়োগ করিলে বস্তুটীযদি প্রযুক্ত বলের দিকে স্বালান্তরিত হয় তবে বলা হয় যে ব্যক্তির দ্বার বা বস্তুটির উপর কাজ করা হইয়াছে। নচেৎ, বিপরীত দিকে যাইলে বলা হয় বস্তুটির দ্বারা বা ব্যক্তির উপর কাজ হইয়াছে । যথা—বস্তুর স্বভাব নীচু দিকে যাওয়া। এখন যদি কেহ উৰ্দ্ধ দিকে বল প্রয়োগ করিয়া একটা বস্তুকে উত্তোলিত করে তাহা হইলে ঐ ব্যক্তির দ্বারা বা বস্তুটির উপর বা পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে কাৰ্য্য করা হইল, আবার উত্তোলিত বস্তুটিকে ছাড়িয়া দিলে উহ্য নীচু দিকে আদিতে থাকিবে এবং কাৰ্য্যক্ষম হইবে , তখন বস্তুটির দ্বারা বা পৃথিবীর আকর্ষণের দ্বারা কাৰ্য্য হইতেছে বলা হয়। ক্ষমতা ( Power )—কাৰ্য্যকরণের হারকে ক্ষমতা বলে । ইহা ব্রিটিশ ধারায় অশ্বের ক্ষমতার দ্বারা পরিমিত হয় । তাছাকে অশ্ব-ক্ষমতা (অ-ক্ষ ) বা হর্ষ-পাওয়ার (Horse-Power সংক্ষেপে এচ. পী, H. P. ) বলে । ১_অ-ক্ষ=৩৩••• ফু-পা-মি। বৈজ্ঞানিক ধারায় ইহা ওয়াটু (watt) দ্বারা পরিমিত হয়। ১ ওয়াট=১ জুসে বা ১০ আর্গ-সেকেও ৷ শত্তি= (Energy)—কোন বস্তুতে যাহা থাকার দরুণ ইহা কাজ করিতে সমর্থ হয় তাহাকে শক্তি বা এনার্জি বলে। শক্তি দুই প্রকার,— ( 2 ) sifs : *f = ( Kinetiç energy. FiềIRĪGIE ) ( & ) offo off (Potential energy. পোটেন্‌স্তাল) । ( ১ ) গতিক শক্তি –গতি হেতু বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাহাকে গতিক শক্তি বলে । গতিরোধ কালে এই শক্তি হইতে কাজ পাওয়া যায়। ২। আবস্থিক শক্তি —কোন বস্তু স্বাভাবিক অবস্থায় না থাকিয়৷ নূতন অবস্থায় থাকা হেতু যে শক্তি, তাছাকে আবস্থিক শক্তি বলে। ইহা হইতে কাৰ্য্য পাইতে হইলে ইহাকে গতিতে পরিণত হইতে হয়, নতুবা স্থানান্তর ঘটিতে পারে না । কল ( Machine ) —যাহা অন্ত কোন বস্তুর শক্তি হইতে চালিত হইয়। মুবিধামত ভাবে কাৰ্য্য গুদান করে তাহাকে ‘কল’ বলে ।