পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ዓ¢ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক থাকে সেই দাগের দ্বারা যত ডিগ্রি বুঝায় তাহাই তপ্তত বা টেম্পারেচার। বল বাহুল্য যে পারদ-থাৰ্ম্মোমিটারের মধ্যে পারদ ব্যতীত বায়ু বা অন্ত কোন পদার্থ থাকে নাঁ । তপ্ততা মাপের পদ্ধতি (Scale of Temperature) —টেম্পারেচার তিন প্রকারে পরিমিত হয়, ১ । সেন্টিগ্রেড (Centigrade), R ফাল্গুনহেইট, (Fahrenheit), o ! Cofnfa (Reaumur) i ১। সেন্টিগ্রেড হিসাবে বরুফ যে টেম্পারেচারে গলে তাহাকে • c ও জল যে ' টেস্পারেচারে নৰ্ম্মাল বায়ুচাপে । ৭৬°সেঃমিঃ) ফটে তাহাকে ১•• °C ধরা হয় ও মধ্যস্থিত ব্যবধানকে ১• •টী ভাগ করিয়৷ তাঁহাদের প্রত্যেকcকে ১ e বলে । এই টেম্পারেচার হিসাব বৈজ্ঞানিক প্রনালীতে ব্যবহৃত হয় । ২ । ফারণহেইট হিসাবে বরফের গলনের টেম্পারেচার হইতে জলের নৰ্ম্মাল বায়ুচাপে ফটনের টেস্পারেচারের মধ্যস্থিত ব্যবধানকে ১৮ ভাগ করা হইয়াছে এবং বরফ ও লবণের মিশ্রণে যে ফিজিং মিক্‌শ্চার হয় তদ্ধারা যে সর্বাপেক্ষ কম টেম্পারেচার পাওয়া যায় তাহাঙ্কুে • • F ধরা হয় । ইহা বরফের গলনের টেম্পারেচার হইতে ১৮- ভাগে বিভক্ত ক্ষুদ্র দাগের মত ৩২ দাগ নিম্নে। অতএব বরফের গলনের টেম্পরেচার ৩২ °F ও জলের ফুটনের টেম্পরেচার ১৮• +০২=২১২°F । এই টেম্পারেচারের হিসাব ব্রিটিশ প্রণালীতে ব্যবহৃত হয় । ৩ । রোমার হিসাবে বরফের গলনের টেম্পারেচারকে • • R ( রে ) ও জলের ফুটনের টেম্পরেচারকে ৮০০R ( রো) ধরা হয় ও মধ্যস্থিত ব্যবধানকে ৮ ভাগ করা হইয়াছে । এরূপ প্রত্যেক ভাগকে ১o R (রো) বলে। ইহা সচরাচর ব্যবহার হয় না। ধারান্তকরণ : --উল্লিখিত হিসাবগুলি হইতে স্পষ্টষ্ট দেখিতে পাওয়া ભકેિ - । !-૭૨__ (ા .У о о - Xbre Ե e তাপের একক 4 Unit of Heat)—১পা জলকে ১ °ফা উত্তপ্ত করিতে যে পরিমাণ তাপ লাগে তাহাকে ১ ব্রিটিশ থাম্মাল ইউনিট (B. Th. U.) বলে। ১ গ্র্যাম্ জলকে ১° সেণ্টি উত্তপ্ত করিতে ষে তাপ লাগে তাহাকে ১ ক্যালরী (Calorie) বলে । ইহা বৈজ্ঞানিক ‘একক’ । stic-fos=|s ost-i (Specific Heat)—cota বস্তুকে কিছু ডিগ্রি তপ্ত করিতে যে তাপ লাগে তাহার সহিত সম ওজনের জলকে সমান তপ্ত করিতে যে তাপ লাগে তাহার সম্বন্ধকে আপেক্ষিক তাপ বলে । ইহা বস্তুর জন্ত তাপকে জলের জন্ত তাপ দ্বারা ভাগ করিয়া পাওয়া যায়। योंॐ 6१ ;