পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুহ -তত্ত্ব শিক্ষক NS 8. কতকগুলি রেখার উৎপত্তি বা সন্ধিস্থান ব্যতীত আর কিছুই নৃছে এবং এই বলরেখা গুলিতে যথোপযুক্ত গুণ আরোপ করিয়া উল্লিখিত ঘটনা গুলির সামঞ্জস্ত করা হয় । বলরেখার অস্তিত্ব সম্বন্ধে বাস্তবিক কিছু সত্য আছে কিনা তাহা জানা নাই, তবে বিদ্যুতের সহিত চুম্বকত্বের সম্বন্ধকে সহজে বুঝিতে গেলে এইরূপ ধারণ করিয়া লইতে হয় । বলৱণজ্য ( Field of force ) —চুম্বকের চারিদিকে বেস্থানে চুম্বকবল অর্থাৎ বলরেখা আছে তাহাকে চুম্বক-বলরাজ্য বলে। এই বলরাজ্যে প্রত্যেক স্থানের চুম্বকবল দূরত্বের উপর (বিরূপবর্গ অনুযায়ী ) নির্ভর করে ও ঐ চুম্বক বলের দিক বলরেখার দিক দ্বারা নিদিষ্ট হয়। যেহেতু বলরেখাগুলি সব বক্ররেখা, কোন বিন্দুতে চুম্বক বলের দিক ঐ বিন্দুতে বলরেখার “স্পশঙ্গ্য।” দ্বারা নির্দিষ্ট হয়। বলরেখাতে এই গুণদ্বয় আরোপ করা হয় (১) ইহারা সঙ্কোচনশীল অর্থাৎ বদ্ধিত রবারের স্থতার নত কোচকাইয়া ছোট হইবার চেষ্টা করে ; (২) ইহারা পরস্পরকে নিক্ষেপ করে ( অতএব দুইটি রেখা মিলিতে পারে না ) । ইহা স্বীকৃত হয় যে N-মেরু বলরেখার উৎপত্তিস্থান ও S-মেরু উহাদের সন্ধিস্থল, মুতরাং ভাহাদিগকে একাকী ভাবে আঁকিলে (চিত্র ৫৯-৬০) অনুরূপ হইবে । একাকী মেরুর -Elizo) (Field due to —: ) isolated poles - و- f5 جهـق f5 যেহেতু বলরেখার পরস্পরকে নিক্ষেপ করে, তাহারা কোন একটি মেরু হইতে—কেন্দ্র হইতে বৃত্তের ব্যাসাৰ্দ্ধবৎ-চতুর্দিকে সমভাবে ছড়াইয়া পড়িবে। সুতরাং যদি তীরের দ্বারা বলরেখার দিক নির্দেশ করা যায় তাহা হইলে চিত্ৰ ৫৯ অনুযায়ী একাকী N বা চিত্র ৬•