পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ථිI বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক


ar-o-o-o-o

অস্ত্রযায়ী S মেরু নির্দিষ্ট হইবে। যেহেতু N-মেরুকে বলরেখার উৎপত্তি স্থান ধরা হয়, ৫৯ চিত্রে বলরেখাগুলি যেন উহা হইতে নির্গত হইয়া চতুর্দিকে ছড়াইয়া পড়িতেছে । আর S-মেরুকে বলরেখার সন্ধিস্থল ধরা হয় বলিয়া ৬• চিত্রে বলরেখাগুলি যেন চতুর্দিক হইতে আসিয়া ঐ মেরুতে নিহিত হইতেছে । মেরুর বলরেখা অনহ প্ৰখ্যা :–ইহা মেরুর তেজের উপর নির্ভর করে । একক বঙ্গ পরিমিত তলের উপর একক বলের পরিবর্তে লম্ব ভাবে একটি কব্লিক্সা বলরেখা প্ৰৱা হয় । অতএব এখন যদি M তেজের একটি মেরুকে একক ব্যাসাৰ্দ্ধ ( ১ সেন্টিমিটার ) গোলকের কেন্দ্রে অবস্থিত অনুমান করা যায়, তাহ হইলে যেহেতু ঐ গোলকের তলের প্রতি বিন্দু, মেরু হইতে একক ব্যবধানে স্থিত, ঈখার প্রতি একক বর্গ পরিমিত তলের উপর M বল হইবে । সুতরাং প্রতি একক বর্গ পরিমিত তলের মধ্য দিয়া M সংখ্যক বলরেখা যাইতেছে, কিন্তু গোলকটির তলের সমস্ত বর্গ পরিমাণ 4 m ( 4 ন r হইতে, কারণ r = ১ ), অতএব গোলকটির সমস্ত তলের মধ্য দিয়া অর্থাৎ মেরুর চতুদিকে 4 ক M সংখ্যক বলরেখা বিস্তৃভ হইতেছে। (১) তলদ্বারা কর্তিত বলরেখার সংগ্য মেরু-তেজের অনুরূপ :– উপরে প্রমাণ হইয়াছে যে, M তেজের মেরুর বলরেখার সংখ্যা 4 m M, সুতরাং বলরেখার সংখ্যা মেরুতেজের অকুপাতে হয় । অতএব কোন তলদ্বারা কর্তিত বলরেখার সংখ্যা মেরুতেজের অনুপাতে হইবে। ( ২ ) তলদ্বারা কর্তিত বলরেখার সংখ্যা ব্যবধানের বর্গের বিরূপ :– ধরা যাউক যেন একটি একক বর্গ পরিমিত তল M তেজের মেরু হইতে D দূরত্বে বল রেখার সহিত সমকোণ করিয়া বসান হইয়াছে। ইহাতে অনুমান করিতে হইবে যেন তলটি D ব্যাসাৰ্দ্ধ গোলকের