পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক وهوية অংশ ও মেরুটি গোলকের কেন্দ্রে স্থিত । যেহেতু মেরুটির সমস্ত বলরেখার সংখ্যা 4 যা M ও গোলকটির সমস্ত তলের বিস্তৃতি 4 ন D •, এই 4 ক M বলরেখা 4 ন D • বিস্তৃতির উপর সমভাবে ছড়াইয় পড়িতেছে। স্বতরাং D দূরত্বে স্থিত একক পরিমিত বিস্তৃতির উপর ...- ংখ্যক বলরেখা পড়িতেছে । অতএব দেখা যাইতেছে যে কৰ্ত্তিত বলরেখার সংখ্যা মেরুতেজের অনুরূপ ও ব্যবধান বর্গের বিরূপ । বলরেখার অপর একটি নাম ফ্লাক্স ( Flux ) এবং বলরেখার সহিত সমকোণকারী একক বর্গ পরিমিত তলের মধ্য দিয়। বলরেখার সংখ্যাকে ‘ফ্লক্স-ডেনসিটী' (Flux density) বা বলরেখা-ঘনতা’ বলে । এখন আকর্ষণ, নিক্ষেপণ ও বলপরিমাণ অর্থাৎ বিরূপ বর্গ নিয়মের কারণ নির্দেশ করা হইবে। (১) লৌহ ও মেরুর আকর্ষণ :–একটি লৌহকে চুম্বক রাজ্যে রাখিলে,—যেহেতু লৌহ চুম্বক পদার্থ এবং টঙ্গ বলরেখার স্বন্দর ‘মধ্যগ’ (Medium) অর্থাৎ বলরেখার ইহার মধ্য দিয়া গমনে বিশেষ বাধা পায় না,—সেই হেতু অধিকাংশ বলরেখা গমনে বাধা না পাইবার জন্য লৌহের মধ্য দিয়া যাইবার নিমিত্ত ইহার দিকে বাকিয় আসে (চিত্র-৬১) এবং মেরু হইতে লোঁহে পতিত বলরেখাগুলির সঙ্কোচনশীলতাই মেরু ও লৌহের মধ্যে আকর্ষণের কারণ। (১) বিপরীত মেরুদ্বয়ের আকর্ষণ :–যদি একটি N ও একটি S মেরু থাকে তাহা হইলে N মেরু হইতে প্রসারিত অধিকাংশ বলরেখা চিত্ৰ—৬২ নির্গত হইয়া দেখিবে যে নিকটে S মেরু আছে, ইহ। তাছাদের সন্ধিস্থল। স্বতরাং তাহার। তাহাতে পড়িবে (চিত্র –৬২) । এই N মেরু হইতে S মেরুতে পতিত বলরেখাগুলির সঙ্কোচনশীলতাই মেরুদ্বয়ের মধ্যে আকর্ষণের কারণ। যেহেতু বল লৌহের উপর